তীব্র তাপদাহ গরমে খেটে খাওয়া তৃষ্ণার্ত মানুষের মাঝে
রাকিব এন্টারপ্রাইজ এর আয়োজনে এক হাজার মিনারেল পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে।
বুধবার (১ মে) সকালে নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশন’র ১৪ নং ওয়ার্ড, বিদ্যানিকেতন হাই স্কুল ও শহরের প্রানকেন্দ্র রাকিব এন্টারপ্রাইজ এর কর্ণধার রাকিবুল ইসলাম এর উদ্যোগে এক হাজার পরিশুদ্ধ পানি ও এক হাজার ওরস্যালাইন বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ঈদ বাজার সকাল সন্ধ্যা ঈদ বাজার সমিতির সাধারন সম্পাদক খাইরদ্দিন, কোষাধক্ষ্য নূর মোহাম্মদ সহ রাকিব এন্টারপ্রাইজ এর কর্মকতারা।