বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ মে) বিকালবেলায় নগরীর কিল্লারপুল এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেছেন, এই স্বৈরাচারী সরকার তারা ইতিহাসকে বিকৃতি করতে চায়। আপনারা কি মানুষের মন থেকে জিয়াউর রহমানের নাম বুঝতে পারবেন। স্বাধীনতার ঘোষণা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই দিয়েছেন। সরকার এটা এটাকেও বিকৃত করার চেষ্টা করছে। কিন্তু সরকার কি এটা পেরেছে পারেনি এটা সম্ভব না। এদেশের মানুষ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন এখনো উনার জন্য এদেশের মানুষ দোয়া করেন। আমরাও উনার জন্য সব সময় দোয়া করি কারণ উনার অবদানের মাধ্যমে আজকের এই সোনার বাংলাদেশ।
তিনি আরোও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর অবদানের আজকে সেই অবস্থান থেকে এদেশের নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক তারেক রহমান। এদেশের মানুষের গণতান্ত্রিক ও ভোটের অধিকার রক্ষার্থে উনি যুদ্ধ ঘোষণা করছেন। সেটা হলো যুদ্ধ হলো গণতান্ত্রিক যুদ্ধ। এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যুদ্ধ। এদেশের মানুষের অধিকার আদায়ের যুদ্ধ ।
এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে ও সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, বিশেষ অতিথি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ রেজা রিপন, সদস্য এড. রফিক আহমেদ, মাহাবুব উল্লাহ্ তপন,জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, জেলা যুবদলের নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।