আসন্ন রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহীনি কঠোর অবস্থানে থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত জেলা পলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো.আমির খসরু বলেছেন, আমি সতর্ক করে বলে দিতে চাই বাংলাদেশে কোথাও কোন নির্বচন নেই। এবং ঢাকা – নারায়ণগঞ্জের আশে পাশে কোন নির্বাচন নেই। তাই আমাদের রিজার্ভ ফোর্স এর কোন অভাব নেই। পর্যাপ্ত পরিমাণে এনির্বাচনে পুলিশের ফোর্স নিয়োগ থাকবে। নির্বাচন সুষ্ঠ-নিরপক্ষ করতে প্রয়োজনে মানববন্ধনের মতন হাতে হাত ধরে ফোর্স দিয়ে দাঁড় করিয়ে রাখবো। তাই আপনারা যারা প্রার্থী রয়েছেন সাবধান হয়ে যাবেন। যাতে করে আমাদের কোন প্রকার কঠর অবস্থানে যেতে না হয়।
মঙ্গলবার (১১ জুন) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ জেলা কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক’র সভাপতিত্বে রূপগঞ্জ কাঞ্চন পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলা আতিঃ পুলিশ সুপার খসরু আরও বলেন, আমি আশা করি ও বিশ্বাস করতে চাই জেলা প্রশাসক, প্রসাশন ও রিটার্নিং অফিসারদেরকে কোন প্রকার ফোর্স করবেন না। আপনারা এটা ভাববেন না কোন প্রকার কিছু করে পার পেয়ে যাবেন এ ধরনের ধারণা হলে তাহলে আপনাদের চরমভাবে ভুল হবে। আমি এখানের কাউকে চিনিনা। কোন ধরনের বহিরাগত পর্যাপ্ত সমবেদ্য জাগিয়ে এধরনের কিছি ঘটান আপনি বা আপনার কেউ যদি জড়িত হন তাহলে আপনি ওআপনার লোক কেউ ভোটও দিতে পারবেনা। জেল থেকে বের হয়ে দেখবেন সব উলট-পালট। ইতিমধ্যে আমরা সকাল থেকে দুইটা টিম দিয়ে রেখেছি। কারো কোন ক্যাম ভাঙচুর করা যাবে না । কোন প্রার্থী কোন প্রার্থীর এজেন্টকে হুমকি দিবেন না বের করবেন না। কোন ভোটারদের ভোটদানে বাধা দিতে পারবেন না।এর কোন একটি যদি করেন তাহলে ভাই আপনার বিপদ আছে। যেকোনধরনের অপরাধ আমরা যানব।
তিনি আরোও বলেন, রূপগঞ্জের কাঞ্চনে যে নির্বাচন হবে কেউ যেন বলতে না পারে যে এখানে নির্বাচন হয়েছে। এখানে সাংবাদিক বৃন্দরা আছেন আপনারা এর কোন বিপরিত হলে আমাকে যেন বলতে পারেন। আমি এটা সত্য কথা বললাম। এ দুইদিনে আমাদের পর্যবেক্ষনে জেলা পুলিশ সুপার স্যারের মেসেজটা আমি দিয়ে গেলাম। সর্বোপরি আপনি কিছু করে পারপেয়ে যাবেন তা হবে না। আপনার আদর্শ ও কর্মদক্ষতার মাধ্যমে মানুষের মন জয় করবেন। আপনারা এই নির্বাচনের কোন প্রকার প্রভাব বিস্তারের চেষ্টা করবেন না নয়তোবা আমরা শক্ত অবস্থানে যেতে বাধ্য হব।