রাজধানীতে হরিজন কলোনীর বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে নারায়নগঞ্জে হরিজন সম্প্রদায়ের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
শুক্রবার (২২ জুন) সকালে চাষাড়ায়স্থ নারায়ণগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে ৪শ বছরের পুরাতন বংশালের মিরনজিল্লায় হরিজন কলোনীর বাসিন্দাদের উচ্ছেদের প্রতিবাদে নারায়নগঞ্জ অঞ্চলের সকল হরিজন জনগোষ্ঠীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অতিথির বক্তব্যে ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সহ-সভাপতি ও জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ এর সভাপতি এইচ এম রাসেল বলেন, “ঢাকার ঘটনায় নারায়ণগঞ্জ হরিজন সম্প্রদায় ও কোমলমতি শিক্ষার্থীরা আজকে প্রতিবাদ জানাতে এখানে এসেছে৷ আসলে হরিজন তারা কারা? এই পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মী কারা? সেটা আমাদের সবাইকে স্পষ্টভাবে জানতে হবে-বুঝতে হবে। সমাজের প্রত্যেকটা মানুষকে জানতে হবে৷ আজকে যদি হরিজন সম্প্রদায় বলেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ থেকে বিরত থাকবে তাহলে বাংলাদেশে সুধী, রাজনৈতিক, সমাজ আমরা স্যুট কোর্ট পড়ে বাহিরে বের হতে পারতাম না। তাই তারা আমাদের সমাজে বড় একটা পার্ট। আমরা আমাদের সন্তানদের ভালো স্কুলে লেখা-পড়া করাতে পাড়ি কিন্তু তারা পারে না কারণ তারা সমাজে অবহেলিত, এজন্য সমাজের সুবিধা থেকে বঞ্চিত হয়।”
তিনি আরোও বলেন, “বঙ্গবন্ধুর সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনা এ হরিজনদের জন্য সাড়া দেশে শত শত কোটি টাকা বাজেট রেখেছেন। তারা যেনো তাদের সন্তানদের নিয়ে পাকা ভবনে থাকতে পারে। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতা হরিজনের প্রতিও অব্যাহত রেখেছেন। আমি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান এর একজন ক্ষুদ্র কর্মী হিসেবে অনুরোধ জানাই, এ হরিজনদের পূর্নবাসন করা হউক। আমার নেতার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমার আহ্বান৷ ঢাকার হরিজনের যেন পূর্নবাসন করা হয় এবং মেয়র সাহেবকে অনুরোধ করব এ হরিজনদের উচ্ছেদ না করে পূর্নবাসন করা হউক। আমি এমপি শামীম ওসমানের ক্ষুদ্র কর্মী হিসেবে নারায়ণগঞ্জ সিটি মেয়রকে আহ্বান জানাই ১৫ নং ওয়ার্ডে হরিজন কলোনিতে উচ্চ ভবন নির্মাণে পূর্নবাসন করে করার কথা ছিল। সেটা সঠিক ভাবে পূর্নবাসন করে দীর্ঘদিনের উচ্চ ভবনের উন্নয়ন কাজ বন্ধ থাকায় ভবন নির্মাণ কাজ দ্রুত্ব সম্পন্ন করে পুনরায় তাদের কাছে হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি। আমি আগেও বিভিন্ন সময় এবিষয়ে কথা বলেছি। অনেকে আছেন তাও করতে চায়না কারন তারা হরিজন সম্পদায়ের অবহেলার দৃষ্টিতে দেখে।”
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়নগঞ্জ জেলার সভাপতি এডভোকেট রঞ্জিত চন্দ্র দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকাশ ঘোষ’র সঞ্চলনায় উপস্থিত ছিলেন, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সহ-সভাপতি ও জেলা মুক্তিযুদ্ধ প্রজনন্ম সংসদ এর সভাপতি এইচ এম রাসেল, হিন্দু মহাজোটের কেন্দ্রীয় সহ-সভাপতি সম্ভুনাথ দে, সিনিয়র সহ সভাপতি অভয় কুমার রায়, সদস্য খোকন সাহা, ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ বাবু, জাতীয় পার্টির ১৫ নং ওয়ার্ড সভাপতি রাসেদুল ইসলাম, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের বন-পরিবেশ সম্পাদক সাগর দেবনাথ, সদস্য বাপ্পী রায়, সুকুমার ধর দাদু, রনি ঘোষ, সালাম, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি সুরুজ দাস, মামুন চন্দ্র দাস, হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও হরিজন কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা।