নারায়ণগঞ্জ মহানগর ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদের সভাপতি এইচ এম রাসেল এর উদ্যোগে ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৫ জুন ) বাদ আছর শহরে টানবাজার বড় জামে মসজিদে ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
টানবাজার বড় জামে মসজিদ ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম’র আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
গত ১৯ জুন কিডনি ও চোখের চিকিৎসা করাতে এবং একটি অপারেশেনের হওয়ার উদ্দেশ্যে ভারতের চেন্নাই একটি হাসপাতালে ভর্তি হন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহিম। সেখান থেকে তিনি দলীয় নেতৃবৃন্দর কাছে দোয়া চান তিনি। এবং এ নেতার জন্য জেলা, মহানগর ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ দেশবাসীর কাছে দোয়া চান ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি এইচ এম রাসেল।
এসময় উপস্থিত ছিলেন,১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের
সহ- সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ সভাপতি এইচ এম রাসেল,তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী অনুভব, সাইফুল ইসলাম বাবু,সাংগঠনিক সম্পাদক হামদান-উর রহমান শান্ত,পঙ্কজ সাহা, ওয়ার্ড যুবলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোঃ সোহেল, ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি- রাশেদুল ইসলাম রানা, সাধারন সম্পাদক – আনোয়ার হোসেন ভূইয়া, ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক- মাসুদ হোসেন,হান্নান মিয়া, অর্থ সম্পাদক- ভরত সাহা,সাগর দেবনাথ, স্বপন মিয়া, শ্রমিকলীগ নেতা- মোক্তার হোসেন, নূর আলম খান,বাপ্পী, ছাত্রলীগ নেতা রায়হান হোসেন ভূইয়া,রিপন,মামুন, মহানগর ও ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসী।