৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষ বেলা সংগঠনের নতুন কমিটি একটি মানবিক অসাম্প্রদায়িক অরাজনৈতিক ধর্ম নিরপেক্ষ প্রবীণ নাগরিকদের সমন্বয় সংগঠিত মননশীল পরিবর্তন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নতুন কমিটির পরিচিতি, ঈদ পূর্ণ- মিলনী ও সাংস্কৃতি অনুষ্ঠিত হয় ।
শনিবার ( ৬ জুলাই ) বিকালে নারায়ণগঞ্জ বরফ-কল চৌরঙ্গী পার্কের বাসমান জাহাজে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো শাহ আলম ও সঞ্চলনায় ছিলেন হারুন অর রশিদ সাগর।
সংগঠনের সদস্যদের পরিচিতি সভা ও ঈদ পুর্ণমিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে বলেন, আমাদের এই সংগঠনটি একটি প্রবীণ নাগরিকদের সামাজিক দায়িত্ব মূল্যবোধকে সংরক্ষিত করার লক্ষ্য অর্জনে প্রবীণ নাগরিক বৃন্দ সমাজের বোঝা নয় এই আলোকে “বৃদ্ধাশ্রম নয় পরিবার হোক সুরক্ষিত বাসযোগ্য স্থান” স্লোগানে সংগঠনটি সৃষ্টি। প্রবীনরা পরিবারে বোঝা নয় তাদের সাথে সকলে উচিত সম্মানের সাথে কথা বলা। বিদেশের সংস্কৃতির মত আমাদের দেশে শুরু হয়েছে বৃদ্ধাশ্রম। বয়সের একটা পর্যায় এসে পরিবারকে ছেড়ে বৃদ্ধাশ্রম থাকা কোনো ভাবে কাম্য নয়। আমাদের এই অপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
এসময় তিনি বলেন আমাদের কমিটিতে শুধু আঞ্চলিক ভাবে সিমাবদ্ধ নেই দেশের বাইরে থেকে আমাদের কমিটির সদস্য আছেন। আমাদের এখানে কবি , গায়ক থেকে শরু করে বিভিন্ন পেশায় কর্মরত থাকা প্রবীণ রয়েছে তার মধ্যে কেউ কেউ তাদের নিজেদের লেখা কবিতা,গল্পের বই পাঠান।
এসময় সাংস্কৃতি অনুষ্ঠান ও লটারি মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহ সভাপতি মো শহীদ উল্লাহ, ফরিদুর মাইয়ান, হাসনাহেনা, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন আহম্মেদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাংগঠনিক সম্পাদক, সাজ্জাদ আহমেদ খোকন , যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাজাহান চৌধুরী মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক এম এ মোতালেব সানি, সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ বাবু, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান জুয়েল , তত্ত¡ ও গবেষণা সম্পাদক এম এস ইসলাম আর্জু আইন ও তদন্ত সম্পাদক এড. আমজাদ হোসেন, ক্রীড়া সম্পাদক মো মাজহারুল ইসলাম , যুগ্ম ক্রীড়া সম্পাদক , সমাজ কল্যাণ সম্পাদক জয়নুল আবেদীন জয়, যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি কৃষি উন্নয়ন সম্পাদক মো হাবিবুর রহমান হাবিব, প্রমুখ।