নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়ায় নাসির হত্যা মামলার প্রধান আসামী আলম ও নাইম হোসেনকে র্যাব-১১ এর যৌথ অভিযানে নোয়াখালী-লক্ষীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১১।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানান, গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব-১১, সিপিসি-১ সিপিসি-৩, নোয়াখালীর একটি যৌথ আভিযানিক দল লক্ষীপুর জেলার রায়পুর থানাধীন তালতলা বাজার চৈয়াল ঘর মসজিদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর নাসির শেখ হত্যা মামলার এজাহার ভূক্ত প্রধান আসামী নিতাইগঞ্জ এলাকার আমজাদ হোসেনের ছেলে মোঃ আলম(৩০) ও মামলার ২নং আসামী আনোয়ার হোসেনের ছেলে নাইম হোসেন(২৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব আরো জানিয়েছেন, আসামীরা গত ২৫ জুন ভিকটিম নাসির শেখকে ডেকে নারায়ণগঞ্জ সদর থানাধীন মন্ডলপাড়া ব্রীজ সংলগ্ন “মা হোটেলে” নিয়ে এক সাথে রাত্রের খাবার খাওয়ার একপর্যায়ে কথা কাটাকাটির জের ধরে টেনে হোটলের বাহিরে নিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। আসামীদের হাতে থাকা ধারালো সুইচ গিয়ার ও চাকু দিয়ে ভিকটিম নাসির শেখের বগলের নিচে গুরুতর কাটা জখম, পিঠের বাম পাশে একাধিক কাটা গুরুতর জখম, কোমরের উপর কাটা রক্তাক্ত গুরুতর জখম, বাম হাতের কুনুই ভাঙ্গা জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরীয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে পোস্টমর্টেম বা ময়না তদন্তের জন্য মৃত্যুদেহ মর্গে পাঠানো হয়। পরবর্তীতে গত ২৬ জুন নিহত নাসির শেখ’র বড় ভাই মোঃ আকাশ(২৯) নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২০,৬-২৪।