হোসিয়ারি শ্রমিক নাসির হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে গতকাল সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
এসময় হত্যার বিচারের দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে প্লাকার্ড প্রদর্শন করা হয়। মানববন্ধন চলাকালে নিহত নাসির শেখের ভাই মো আলম, আল আমিন, বাবা বাবুল শেখ ,মা সাজেদা বেগম বোন তাসলিমা বেগম সহ নিহতের স্বজন ও বন্ধুরা বক্তব্য রাখেন।
এসময় মানববন্ধনে নিহতের ভাই আকাশ বলেন, শাহ আলম আমার ভাইকে বাসার থেকে ঢেকে নিয়ে ‘মা’ হোটেলের সামনে নিয়ে প্রকাশ্যে হত্যা করছে। এই ভাবে বাসা থেকে ঢেকে নিয়ে হত্যা করলে আমাদের মত সাধারণ মানুষ নিরপাত্তা কোথায়। এখনো সব আসামিদের ধরতে পারে নাই প্রশাসন।
মা সাজেদা বেগম বলেন, আমার ছেলে হোসিয়ারী কারখানায় কাজ করে কাজ শেষে বাসায় আসলে। ওরে বাসা থেকে ডেকে নিয়ে যায় খুনিরা। ডেকে নিয়ে মন্ডলপাড়া মা হোটেলের সামনে প্রকাশ্যে কুপিয়ে নৃশংস্য হত্যা করে। আমি এই হত্যার বিচার চাই। পুলিশ প্রশাসনের কাছে ও সরকারে কাছে এই হত্যার বিচার চাই। খুনিদের দৃষ্টান্ত মূলক সর্ব্বোচ শাস্তির দাবি জানাই।
এর আগে মানববন্ধনের আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যাল স্মারক লিপি দিয়েছে।
প্রসঙ্গত : পূর্ব শত্রুতার জের ধরে প্রকাশ্যে নাসিরকে (২৫) ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা । এ ঘটনায় নিহতের নিহতের ভাই আকাশ ৯ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় তিন জন আটক করেছে হয়েছে।
তারা আরোও বলেন, ঘটনার দিন পুলিশ এজহারভূক্ত ৩নম্বর আসামী জগত বাবুর ছেলে সুজন মিয়া(২২) কে গ্রেফতার করে। ১১ জুলাই র্যাব লক্ষীপুর থেকে এজহারভুক্ত ১ নম্বর আসামী ঋষিপাড়া আমজাদ মিয়ার ছেলে আলম (৩০) ও আনোয়ারের ছেলে নাঈম(২৬) কে গ্রেফতার করে। এছাড়া জিমখানা এলাকার হারুন এর ছেলে জনি (২৯), নয়ন (২৩),রাকিব(২৭), আকাশ (২৪), ফাহাদ (২০) শাহ আলম। এরা অধরা রয়েছে। প্রকাশ্যে ঘুরে বেরাচ্ছে। মামলা তুলেনিতে হুমকী দিচ্ছে। আমারর ভাই হারিয়েছি আমাদের কষ্টো প্রশাসন কি করে বুজবে। বাকী সন্ত্রাসীদের দ্রুত্ব গ্রেফতার করে সর্বচ্চ শাস্তিদাবী জানাচ্ছি।