নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কিশোরী কন্যাকে ধর্ষণের অপরাধে পিতা শাহ আলম সরদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন৷
সাজাপ্রাপ্ত আসামি হলেন শরীয়তপুরের ভেদরগঞ্জ এলাকার বাসিন্দা মো. সেলিম সরদারের ছেলে মো. শাহ আলম সরদার (৪১)।
মামলার নথির বরাতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিবউদ্দন আহমেদ জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কৃষ্ণপুরা এলাকায় স্ত্রী ও কন্যাকে নিয়ে ভাড়া থাকতেন অভিযুক্ত শাহ আলম৷ ২০১৮ সালের ২ মার্চ স্ত্রী কর্মস্থলের জন্য বেরিয়ে গেলে কিশোরী কন্যাকে ধর্ষণ করেন অভিযুক্ত যুবক৷
এতে একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। গ্রেফতারকৃত আসামী শাহ আলম বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।
ভুক্তভোগী কিশোরীর মা অভিযোগে উল্লেখ্য করেন, ঘটনার দিন গৃহ-পরিচারিকার কাজ করার জন্য বাহির হই। আমি বাসায় না থাকার সুযোগ নিয়ে সকালে উল্লেখিত আসামী মেয়েকে ধর্ষণ করা সময় একই বাড়ির আরেক ভাড়াটিয়া শিশু কন্যা দরজার ফাঁক দিয়ে দেখে। বাড়ির সকলকে এবিষয়ে অবগত করলে তাৎক্ষণিক আসামী শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনা সত্যতা স্বীকার করে।
পরে ভুক্তভোগী কিশোরীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোনারগাঁ থানায় একটি মামলা করেন৷