নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত প্রধান অতিথির বক্তব্যে বলেন, গত কয়একদিন পূর্বে যেদিন পার্ট অফিস ভেঙ্গেসে তার আগের দিন আমি নেতৃবৃন্দদেরকে নিয়ে এখানে স্লোগান দিয়েছিলাম। যখন থেকে ছাত্ররা আন্দোলন করে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব সর্তক থাকার নির্দেশ দিয়েছিলেন। বিশৃঙ্খলা ও নৈরাজ্য ঠেকাতে আমরা অবস্থান করি। ঐদিন আমরা অবস্থান কালে কেউ ছিলনা। কিন্তু দুঃখের বিষয় আমরা চলে যাবার পরের দিন। এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেদিন আমি ঢাকা গিয়ে ছিলাম ডানমন্ডিতে। সেদিন বাস গাড়ি সব কিছুই বন্ধ ছিল। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেছিলেন তুমি এখন যেতে পারবেনা সব কিছু বন্ধ। পরেদিন সকালে মেয়র মহোদয় সেলিনা হায়াত আইভী এখানে একার্যালয়ে পরিদর্শনে আসেন আমিও এখানে ছিলাম।
শনিবার (২৭ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ ২ নম্বর গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামীলীগ স্বেচ্ছাসেবকলীগের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
তিনি আরোও বলেন, এত আক্রোশ এত ক্ষোভ দিয়ে ৭১ সালে ভয়াবহ যুদ্ধের সময়ও এরকম ভাংচুর নৈরাজ্য অগ্নি সংযোগ হয়নি। যারা এদেশের স্বাধীনতা বিশ্বাশ করে না যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ভাংচুর নৈরাজ্য করেছে। খালেদা জিয়া মামলার আসামী হয়েও তাকে সকল সুযোগসুবিধা করেদিয়েছে। বঙ্গবন্ধুর কণ্যাকে ২০০৪ সালে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিল। কিন্তু আজকের পাথ্যক্য দেথেন সেই হত্যাকারীদের কে আজকে কত সুযোগসুবিধা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারাই আজকে আওয়ামীলীগ অফিস, সিটি করর্পোরেশন, পাসপোর্ট অফিস, বাস পুড়িয়েছে এরকম সাড়া দেশকে ধ্বংস যোগ্য কর্মকাণ্ড করেছে। বঙ্গবন্ধুর সৈনিকেরা কখনও রাজপথ রেখে পালিয়ে যায় না।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ভিপি জামির হোসেন রনি সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নেতা রাসেল সিকদার, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিউল বাশার বাবু, সাধারণ সম্পাদক প্রার্থী রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন, মোঃ সুমন, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফাত, শান্ত, নিথুন, আলিফ, অনিক, বাধন সহ অসংখ্য নেতৃবৃন্দ।