শহিদ ছাত্র-ছাত্রী ও সাধারণ জনতাসহ শিশু বাচ্চাদের আত্মার মাগফেরাত কামনা করে নানায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন বলেছেন, এতগুলা বছরে স্বৈরাশাসক শেখ হাসিনা বিএনপির নেতৃবৃন্দদের যে ভাবে জুলুম নির্যাতন করেছেন ঠিত তেমনই ভাবে দেশের সাধারণ জনগণের সাথে জুলুম নির্যাতন চালিয়েছে। তারই বহী প্রকাশ ঘটিয়েছে আজ। স্বৈরাচার সরকার পালিয়েছেন।
সোমবার (৫ আগস্ট) দীর্ঘদিন দেশব্যাপী অসহযোগ আন্দোলনকে ঘিরে গণহত্যার প্রতিবাদে মার্চ টু ঢাকা’ কর্মসূচীতে অবৈধ স্বৈরাশাসক শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের খবর দেশব্যাপী ছড়িয়ে পরলে নারায়ণগঞ্জে এর প্রভাবে রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষের আনন্দো মিছিলে তিনি উপরোক্তো কথা বলেন।
তিনি আরোও বলেন, আপনারা জানেন দীর্ঘ দিন স্বৈরাচার ফ্যাসিষ্ট সরকার অবৈধ ভাবে মানুষের ভোটের অধীকার হরণ করে রেখেছে। যেখানে বৈষম্যময় ছাত্রদের কোটা আন্দোলনকে নিয়ে বিভিন্ন ধরনের বিরুপূর্ণ অশালিন বক্তব্য দিয়ে এতগুলা তাজা প্রান কেড়ে নিয়েছে এবং মানুষের গুম খুন সহ মিথ্যা হামলা মামলা দিয়েছে। দেশের মানুষের ধৈর্যের বাধ ভেঙ্গে দেওয়ালে পিঠ লেগে গেছে তাই তার কর্মের ফল আজ ভোগ করতে হয়েছে।
তিনি আরোও বলেন, আমরা সাবেক রাষ্টোপতি শহিদ জিয়াউর রহমান এর আর্দশে রাজনিতি করি। তাই সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমাদেররকোন নেতা কর্মীরা যেনো আওয়ামীলীগের কোন নেতার প্রতিষ্ঠানে বা বাড়িতে অতি উৎসাহিত হয়ে যেন কিছু না করে আমার বিনিত অনুরোধ।