বৈষম্যবিররোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থান পরবর্তী কর্মসূচি হিসেবে সড়কে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকায় থাকা ছাত্রদের মাঝে কোমল পানি, বিস্কিট ও চকলেট বিতরণ করা হয়েছে।
শনিবার ( ১০ আগস্ট) বিকালে চাষাড়ায় নারায়ণগঞ্জ জামায়াত ইসলাম নেতৃবৃন্দরা ছাত্রদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
এসময় জামায়া ইসলাম নেতৃবৃন্দরা বলেন, বৈষম্য বিররোধী ছাত্ররা যে কষ্টো করে যানজট নিরসন করছে তাই বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ছাত্রদের মাঝে পানি, বিস্কেট, কেকে ও চকলেট দিয়ে তাদের পাশে দাড়িয়েছি।
তারা আরোও বলেন, জামায়াত ইসলামের পক্ষ যারা ছাত্র বৈষম্য আন্দোলনে দেশকে সুন্দর ও সুশৃংখলভাবে দেশকে গড়তে চায়। আমরা তাদের পাশে দাড়িয়েছি। কিন্ত কিছু উগ্রবাদীরা ছাত্রদের উপর হামলা করেছে তার নিন্দা জানাই। আমরা তাদের সকল প্রকার সেপটির জন্য মন্দির ও বাড়ি পাহারা দিয়েছি। তাদের নিরাপত্তার সার্বিক বিষয়ে আমরা খোজখবর রাখছি।
তারা আরোও বলেন, এক হিন্দুর সম্পদায়ের বাড়িতে হামলা হয়েছে আমরা খবর পেয়ে গেয়ে শুনি এমন কিছুই হয়নি। বিষয়টি নিশ্চিত করতে দারোয়ানকে জিজ্ঞাসা করলে দারোয়ান এমন কোন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন। কিন্তু যে বাড়িতে হামলা হওয়া কথা সুনেছি সেই বাড়ির এক ছেলে কলকাতায় থাকে। সে ঐখানে বসে বিভিন্ন মাধ্যমে গুজব ছড়াচ্ছে। এবং সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন মাধ্যমেও ঐ ছেলে গুজব ছড়াচ্ছেন। এর তীব্রনিন্দা জানাচ্ছি। জামতলা ঈদগাহ মাঠের পাশে একটি বাড়িতে এ গুজবের ঘটনা ঘটে বলে জানিয়েছেন। বৈষম্য আন্দোলনকে বিন্নখাতে নেওয়ার চেষ্ঠা চালাচ্ছে এমন হতেও পারে। হিন্দু ভাইদেরকে বলব আমাদের শরিরে যে লাল রক্ত আছে সেইরক্ত আপনাদেরও রয়েছে। তাই এখানে ভেদাভেদ বলতে কিছু নেই আপনারা আমরা ভাই ভাই। তাই সাংবাদিক সমাজের সকলকে অনুরোধ করব গুজবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান করছি।