1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন

পা নেই তবুও থেমে নেই ছাত্রদলের সৌরভ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৪৪ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

জুম্মন সোহেল: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিকে সফল করতে দলের ভালোবাসার টানে এক পা নিয়ে বন্দরের ছাত্রদলের সৌরভ মিছিলের অংশগ্রহণ করেছেন।

 

 

বুধবার ( ১৪ আগষ্ট ) বিকালে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে স্বৈরাশাসক শেখ হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে দু’দিনের কর্মসূচি প্রথম দিনে শহরে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছেন প্রতিবন্দ্ধী ছাত্রদলের সৌরভ।

 

 

প্রায় ২ কিলো সড়ক “এক”পায়ে হেটে মিছিল করেছেন
ছাত্রদলের সৌরভ (১৮) বন্দর চিতাশাল এলাকার বাসীন্দা বলে জানান।

 

 

তিনি শহীদ রাষ্টোপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে নারায়ণগঞ্জ বিএনপির সকল কর্মসূচীতে এ
ছাত্রদলের কর্মী সৌরভ অংশগ্রহণ করেন। এ এক পা নিয়ে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও করেছেন বলে জানান। মহানগর নেতৃবৃন্দদের মিছিলের সামনে সৌরভকে এক ‘পা’ নিয়ে দৌড়াতে দেখা যায়।

 

 

সৌরভের সাথে কথা বলে জানাযায় সে জন্মগত ভাবে এক পা নেই। দীর্ঘদিন ছাত্রদল করেন বলে জানিয়েছেন।

 

 

এসময় অন্যআন্য নেতৃবৃরা সৌরভকে দেখে অবাক হয়ে যায়। কোন কিছি ছাড়া এক পা’য়ের উপর বড় করে সে কি করে দৌড়াচ্ছে বলে বিভিন্ন মন্তব্য করেন নেতাকর্মীরা।
অনেকেই এসময় বলেন আমাদের মত দু-পা যাদের আছে তারা অনেকেই দলীয় কর্মসূচীতে আসতে চাইনা অথচ এ ছেলেটার পা নেই তার পরও চাষাড়া মিশন পাড়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত মিছিলে যাচ্ছে। এটা আমাদের লজ্জা। যারা দুঃসময় দলের কাজ না করে নেতাবনে যায় তাদের এমন দৃশ্য দেখা উচিত। এবং সৌরভের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL