নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিলের অংশগ্রহণ করা হয়েছে।
বুধবার ( ১৪ আগষ্ট ) বিকালে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে স্বৈরাশাসক শেখ হাসিনাসহ তার খুনি দোসরদের বিচারের দাবিতে দু’দিনের কর্মসূচি প্রথম দিনে শহরে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানার ও সদস্য সচিব মমিনুর রহমান বাবু নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়।
অবস্থান কর্মসূচীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, আজকে এখানে হাজার হাজার নেতাকর্মীদের দেখে ভালোই লাগছে। কিন্তু স্বৈরাশাসকের গুলি ছোড়ার সময় যাদেরকে পাইনাই তাদেরকে বলছি। তখন যারারা গুলি খাওয়ার জন্য বুক পেতে দিয়েছিল তাদেরকে যেন আমরা ভূলে না যাই। সোনালী পাখিদের বলছি আপনারা মিছিলের পিছনেই থাইকেন। যারা এখন নেতৃত্বে আছে তাদের যেন আমরা না ভূলি। দুঃসময় যারা ছিল তাদের আমরা ছোট মুরগির বাচ্চার মতন লালন পালন করতে চাই। মহানগর বিএনপির যারা নেতৃবৃন্দরা রয়েছেন তাদের নেতৃত্বে আমরা চলব। কিন্তু কোন ভলার মুরগীর নেতৃত্বে চলব না। এছাড়া যারা লুটতরাজ করছেন এবং ফোন নাম্বার দিচ্ছেন তাদের হুশেয়ারী করে দিতে চাই এর ফলাফল ভালো হবে না। এশহর আমাদের ছোট ছোট বাচ্চারা রক্ত দিয়ে দেশ ২য় স্বাধীন করেছে কোন চাঁদাবাজককে আমরা প্রশ্রয় দিবনা সেই দিকে স্বেচ্ছাসেবক দলেরর নেতৃবৃন্দরা খেয়াল রাখেন।
সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, যুদ্ধটি করেছি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনার পদত্যাগ হয়েছে। এখনই খুনি হাসিনা ১৫ই আগস্টকে ঘিরে ষড়যন্ত্র করছে। আমরা সকলে মিলে হাসিনার ষড়যন্ত্রকে প্রতিহত করব এবং প্রতিরোধ গড়ে তুলব। তারেক রহমানের নেতৃত্বে চাঁদাবজ, লাটপাটের দিরুদ্ধের আমরা সোচ্চার থাকব।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনি,যুগ্ম-আহ্বায়কমোঃ সাহেব উল্লাহ রোমান,মোঃ হামিদুর রহমান সুমন,মোঃ দুলাল হোসেন,মোঃ শাহিন আহম্মেদ,মোঃ মাহাদী হাসান মিঠু, রাকিব আহমেদ ডালিম প্রধান, ভিপি নজরুল ইসলাম, মোঃ রেজাউল করিম,মোঃ শাকিল আহমেদ,আক্তার হোসেন,মোঃ রাইয়ান হক,দপ্তরের দায়িত্বে আমান শিকদার, সহ -দপ্তরের দায়িত্বে হাসানুজ্জামান লিমন, শরিফুর রহমান,জাকির হোসেন জুয়েল,সাইফুল ইসলাম, মুনতাছির রহমান স্বজন,রাজা মিয়া,রুহুল আমিন
আমিনুল ইসলাম, মোস্তফা,আনিছুর রহমান রানা,উজ্জল হোসেন,আক্তার হোসেন টুটুল,মিজানুর রহমান,রবিউল ইসলাম রবি,আরমান সরদার,আনিছুল হক বাবু,গোলাম মোস্তফা,মনির হোসেন, রুবেল হোসেন, মাহবুব হোসেন, বাধন মজুমদার বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সোহেল,রোবেল, বন্দর থানা মোশারফ হোসেন মশু, ইউফুফ, সিদ্ধিরগঞ্জ থানা রেদোয়ান আহম্মেদ পাপ্পু, শাহআলম মাস্টার, হুমায়ন কবির, আব্দর রব, হাবিবুর রহমান হাবিব, সেলিম, সদর থানা মিঠু, হাবুল, মিন্টু, ১৮ নং ওয়ার্ডর নূজাজামান, আব্দুল্লাহ, বাবু, রিয়ান, সুমন প্রমুখ।