প্রজাতন্ত্রের (সরকারি সম্পত্তি ফিরিয়ে দিতে বিশেষ আহবান জানিয়েছেন বন্দর ফাঁড়ি পুলিশের পরিদর্শক এইচ এম মাহমুদ
প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, এই মর্মে জরুরী এলান করা যাইতেছে যে, গত ৫ আগস্ট বন্দর পুলিশ ফাড়িতে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী/দুবিত্তকারী অগ্নিসংযোগসহ বন্দর পুলিশ ফাড়ির সরকারী মূল্যবান মালামাল এবং মূল্যবান কাগজপত্র নিয়া যায়। উক্ত মালামাল সমূহ আগামী ০৩ (তিন) দিনের মধ্যে স্থানীয় স্ব-স্ব এলাকার মসজিদের ইমাম সাহেব/এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হইল। আগামী ০৩ (তিন) দিনের মধ্যে সরকারী মূল্যবান মালামাল এবং মূল্যবান কাগজপত্র জমা প্রদান না করা হইলে/বুঝাইয়া না দিলে সিসি ক্যামেরা/মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজের মাধ্যমে সনাক্ত করিয়া প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।
তিনি আরো বলেন, সরকারি সম্পত্তি এগুলো আপনাদের। আপনারা কেন নিজেদের সম্পত্তি লোপাট, অগ্নিসংযোগ, ভাংচুর করবেন। যে সকল কিছু নিয়েছেন সরকার আমাদের কিন্তু দিবে। ওইগুলো কার টাকায় করবে। আপনাদের/ জনগণের টাকায় ক্রয় করা হবে। তাহলে কেন আপনাদের টাকা খরচ হতে দিবেন। সরকারি সম্পত্তি যা যা নিয়েছেন তা ফেরত না দিলে এগুলো উদ্ধারে আমাদের কঠোর অবস্থানে যেতে হবে। শান্তির লক্ষে আপনাদের প্রতিজন নাগরিককে সচেতন হতে হবে।