নারায়ণগঞ্জ ফতুল্লা থানা যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ১৬ আগষ্ট) বিকেলে কাশিপুর ইউনিয়ন খিলমার্কেট এলাকায় ফতুল্লা থানা যুবদলের আয়োজনে ও থানা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল’র উদ্যোগে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা যুবদলের সহ-সাধারণ সম্পাদক সৈকত হাসান ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি কবির প্রধান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কাশিপুর ইউনিয়ন যুবদলের নেতা কাজী সোহাগ।
ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি কবির প্রধান বলেন,
একটা ররিক্সার গ্যারেজ পাহাড়া দারও কোর্টি কোটি টাকার মালিক। আপনারা এতো টাকা লুটপাট করেছেন। জিয়া ট্রাস্টে কিছু কাকা অন্য ব্যাংকে স্থানন্তর করেছেন বলে দেশ নেত্রীকে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে জুলুম করেছে। সকালে -রাত্রে খালি জয় বাংলা বলে মানুষ ও ছাত্র জনতাকে কান জালাপালা করেছেন। তার প্রতি ফলন দেখেছেন। আপনারা মনে করেছেন গোপালগঞ্জ থেকে লোক বসিয়ে যা খুশি তাই করবেন তা হবেনা। আমরা আওয়ামীলীগের মত চাঁন্দাবাজি করব না। আমরা মানুষের জন্য কাজ করব।
সভাপতিত্বের বক্তব্যে সৈকত হাসান ইকবাল বলেন, আমরা ১৭ টি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। মুক্তিযুদ্ধে সময় যেমন যুদ্ধ করতে হয়েছে তেমন ১৭ বছর আমরা যুদ্ধ করেছি। এবার ছাত্র-ছাত্রী ভাই -বোনেরা ৫ আগস্ট দেশ স্বাধীন দেশ ঘোষনা দিয়েছে। বর্তমান সরকারকে বলব ৫ আগস্ট জাতীয় শোক দিব ঘোষনা দেওয়ার আহ্বান করছি। নারায়ণগঞ্জের কুলাঙ্গাররা বলেছিল খেলা হবে আজকে তারা কোথায়। তারা লেঞ্জা গুটিয়ে পালিয়েছে। সুধু কাশিপুর নয় সারা দেশে মামলা হামলা করেছে। আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছে তাদের মত আমরা কুলাঙ্গার হব না। হিন্দু ভাইয়েরা আপনারা বলতে পারবেন এ জালায় কোন মন্দিরে হামলা হয়েছে। আমরা আপনাদের পাহারা দিয়েছি। আপনারা জানেন শামীম ওসমানের ও তার ছেলের নেতৃত্বে বৃষ্টির মত গুলি করেছে। শেখ হাসিনার রক্তের সাধ মিটেনাই। আমাদের চোখের সামনে আমরা দেখেছি।
তিনি আরোও বলেন, এতো লোক গুলি খেয়ে মরল সকল স্বজনেরা মরদেহ আনল। কিন্তু কথা রয়েছে ঐ চুন্নি হাসিনা ৪২ জন নিহত পুলিশের লিষ্ট করল। চুন্নি হাসিনা এক জন পুলিশ সদস্যকে টাকা দিয়েছে বাকি ৪১ জন কোথায়। বাকি পুলিশ সদস্যরা যদি মারা যেত তাদের স্বজনরা লাশ আনে নাই। তারা গিয়ে বলেও নাই আমার সন্তান বা ভাই মারা গেছে। এর মানে ইন্ডিয়ান পুলিশ দিয়ে আমাদের উপর হামলা চালিয়েছে। আপনি শেখ হাসিনা ভারতে বসে মন্দির ভাঙ্গার যে নির্দেশ দিয়েছেন তাই বলছি আপনার বাবার লাশ পাওয়া গেছে। এ বাংলার জনগণ যদি আপনাকে পায় আপনার লাশ পাওয়া যাবেনা। খোদার ঘর এত সহজ না। আপনারা যে অপকর্ম করে ইঁদুরে গর্তে লুকিয়েছেন। দেশের জনগণ আপনাদের নিবন্ধন বাতিল করবে যদি বাতিল না হয় ডিসি ও ফিস ঘেরাও করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির নেতা মোক্তার হোসেন মুক্তু, নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা সিকদার বাপ্পি, কাশিপুর ইউনিয়ন যুবদল নেতা আতাউর রহমান শামীম, ফতুল্লা ইউনিয়ন যুবদল নেতা আলী আহম্মদ সাগর, এনায়েত নগর ইউনিয়র যুবদল নেতা আনিসুর রহমান, সালাম, সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম টিটু, মো. রায়হান প্রমুখ।
এসময় আরোও উপস্থিত ছিল, কাশিপুর ইউনিয়ন যুবদল নেতা রবিন খান, আলী আহম্মদ বাবু, ফয়সাল আল মামুন, রাসেল, সুজন, সাহিদ, কামাল, আমান খান, আলমঙ্গির হোসেন, লিয়ন রিংকু সহ যুবদলের নেতৃবৃন্দরা।