সৈকত হাসান ইকবালকে আহ্বায়ক ও আলামিনকে সদস্যসচিব করে নারায়ণগঞ্জ ফতুল্লা কাশিপুর খিলমার্কেট এলাকায় গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ রেজি নংঃ না-০৩৩২ এর ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) বাদ এশা পর গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের ৬ জন উপদেষ্টা পরিষদ গণ সংসদের নিজস্ব পেইডে এ কমিটি ঘোষণা করা হয়।
গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ উপদেষ্টা পরিষদরা হলেন, এম, সাইফ উল্লাহ বাদল, মো. হোসেন, বীর মুক্তিযোদ্বা নজরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, কবির প্রধান ও আব্দুল আউয়াল।
এর পূর্বে সৈকত হাসান ইকবাল গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের বিপুল ভোটে সমাজ কল্যান সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি পদে জয় লাভ করে দায়িত্ব পালন করেন তিনি।
গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি হলেন আহ্বায়ক মোঃ সৈকত হাসান ইকবাল, যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন নাসির, গোলাম মেহেদী হাসান সৈকত, সদস্য সচিব মোঃ আলামিন, সদস্য মোঃ মাহবুব ঢালী, মোঃ সুমন ঢালী, মোঃ কাউসার, কাজী সোহাগ, মোঃ সালাম,মোঃ রানা,মোঃ তানিম, মোঃ শামীম, মোঃ পিয়েল।
গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ উপদেষ্টা পরিষদের মো. হোসেন ও কবির প্রধান বলেন, বিগত কমিটির মেয়াদ শেষ হওয়াতে তিন মাসের একটি আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়েছিল। পরে সেই কমিটির দ্বরায় আমরা কোন আশার আলো দেখতে না পাওয়া এ কমিটির মেয়াদও শেষ হয়ে যায়। পরে সকল উপদেষ্টা পরিষদ গণদের পরামর্শে এম, সাইফ উল্লাহ বাদল সাহেব এর নির্দেশ মোতাবেক আমরা নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করি। এ আহ্বয়ক কমিটির মধ্য অনেকেই আছেন পুরাতন ও নতুন সবাই যুবক। তারা এসমাজকে নিয়ে ভালো কাজ করবে এবং এই ক্লাবের ঐতিহ্যকে বজায় রেখে সমাজের উন্নয়নে কাজ করবে সেই আশায় প্রত্যাশা করছি।
নবগঠিত কমিটির আহ্বায়ক সৈকত হাসান ইকবাল ও সদস্য সচিব আলামিন বলেন, আমাদের এ সংসদের সকল উপদেষ্টা গণ বিচক্ষণ ও বয়োজ্যষ্ঠ তাদের সম্মাণ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। আমরা তরুন যুবক এ সমাজকে একটি সুশীল সমাজ গরে তুলতে আমরা বদ্ধপরিকর থাকব।তাই আমাদের মাধ্যমে একটি সুন্দর সুশীল সমাজ গড়ে তুলতে আমাদের যা যা করণীয় আমরা তাই করার চেষ্টা করব। শুধু আপনারা আমাদের পাশে থেকে দোয়া করবেন।