নয় হিংসা, নয় প্রতিশোধ-প্রতিবাদেই হোক প্রতিরোধ এ স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ১৭ বছর পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের গৌরব,ঐতিহ্য ও সংগ্রামের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের বর্ণঢ্য আনন্দ র্যালি বের করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ চাষাড়া মিশন পাড়া হইতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণঢ্য র্যালি নিয়ে সিদ্ধিরগঞ্জ, ঢাকা – চট্রগ্রাম, নারায়ণগঞ্জ -ঢাকা লিংরোড মহাসড়ক প্রদক্ষিণ করা হয়।
স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রান ও সদস্য সচিব মোমিনুর রহমান বাবুর নেতৃত্বে কর্মীদের হাতে বিভিন্ন ব্যানার,ফেস্টুন প্লেকার্ড সহ জাতীয় পতাকা হাতে নিয়ে এ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বক্তব্যে বলেছেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী সাহেব তার অসুস্থ্যতার করনে আসতে পারেন নাই তাই সকলের কাছে দুঃপ্রকাশ করছি। দীর্ঘদিন পরে আমরা মন খুলে মুক্ত বাতাসে শান্তিপূর্ণ ভাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি বের করেছি। আমরা এখন কোন বাধার সম্মুখীন হই নাই। বর্তমানে বুক ভড়ে বাতাস নিতে পারি। তাই সরকারের যারা দায়ীত্বে আছেন তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই।
তিনি আরোও বলেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের এ আন্দোলনে পারভেজ নামে এক কর্মী শহীদ হয়েছে।
স্বৈরাচার খুনি হাসিনা একসময় বলেছিল কখনও এ দেশ ছেড়া পালাবেনা কিন্তু নিয়তির কি পরিহাস সে এখন পালিয়ে ভেরাচ্ছে। যিনি তার দলের কর্মীদেরও রেখে পালিয়েছেন। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিন্তু কর্মীবান্ধব বলে দেশছেরে পালাই নাই। দলের চেয়ারম্যন তারেক রহমান বীরের মত দেশে ফিরবেন। আজকে গণতন্ত্রের বীজ ছড়াচ্ছে বলে জনগনের ভোট হরণ কারী জনপ্রতিনিধি মেয়রও চলে গিয়েছেন। চেম্বার অফ কর্মাসের হাতেম সাহেব সে একজন স্বৈরাচারী। তার চেয়ারে থাকার কোন অধীকার নেই। আমাদের নেতৃবৃন্দরা সবাই সতর্ক হন কোন প্রকার চাঁদাবাজী আমরা প্রশ্রয় দিবনা। স্বেচ্ছাসেবক দল সকলের সাথে সামাজিক কাজে আছে। মাছুম নিষ্পাপ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করেছে স্বৈরাচার শেখ হাসিনার সর্বচ্চ ফাঁসি চাই।
সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে সদস্য সচিব মোমিনুর রহমান বাবু বলেন, দীর্ঘ অনেক বছর পরে আজ মুক্ত বাতাসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি। যা আগে সে স্বাধীনতা ছিলনা। নারায়ণগঞ্জে অনেক হরতাকর্তা ছিল তাদের হুমকী ধামকীতে ১৬ বছর ধরে বিএনপি নেতাকর্মীরা রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি। এর আগের বারও বোরখা পড়ে পালিয়ে ছিল। এবার শামীম ওসমান বোরখা পাড়ার সময়ও পায়নি। তার দল হল পলাতকের দল। ১৯৭১ এর পর থেকে অনেক বার তেদের নেতার্কমীদের রেখে পালিয়েছে। এ কেমন দল কর্মীদের কথা চিন্তা করেনা। আমরা এমন একটা দলকরি যে মাতৃতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া এত অত্যাচারের শিকার হয়েও পালায় নাই। তিনি জনগণের পক্ষে কথা বলেছেন । এ বিএনপি জনগণের দল জনগণকে নিয়ে আগামীতে কাজ করবে। ভবিষ্যৎতে বিএনপিকে জনগণ ক্ষমতায় আনে তাহলে এ দেশ থেকে বিএনপি বৈষম্যদের বিদায় করবে।