নারায়ণগঞ্জ জেলার আদালত পাড়ায় ৩টি থানার জব্দকৃত বিভিন্ন মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত আলামত গুলো ছিলো- ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ফেন্সিডিল, গাজাঁ, বিদেশী মদ ও চায়না চাই জাল।
বুধবার ( ২৮ আগস্ট ) বিকেলে আদালত প্রাঙ্গণে এ মাদক দ্রব্য ধ্বংস করা হয়। সে সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম ও মোহাম্মদ শামছুর রহমান ।
এ বিষয়ে আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের কর্মকর্তা এস আই অপূর্ব দাস বলেন, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ মোট ৩টি থানার ৩৬টি মামলার আলামত ধ্বংস করা হয়েছে। আদালত পাড়ায় প্রায় ৮৭ লক্ষ টাকার মাদক ধ্বংস করা হয়েছে।
ধ্বংসকৃত আলামত গুলো হলো- ২৭৫১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫১৮ পুরিয়া হেরোইন, ১৬ বোতল ফেন্সিডিল, ৩৮কেজি ০২গ্রাম গাঁজা,২৮ বোতল বিদেশী মদ ও ২২৩৯ মিটার চায়না চাই জাল। যা দুই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।