কাশিপুর খিলমার্কেট দোকান মালিক সমিতি ছয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সৈকত হাসান ইকবালকে আহ্বায়ক করে ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বাদ এশার পর কিশিপুর ইউনিয়ন খিলমার্কেট এলাকায় গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের দোকানী ও ব্যবসায়ীদের উপস্থিতিতে এ কমিটি ঘোষনা করা হয়।
কাশিপুর খিলমার্কেট দোকান মালিক সমিতি উপদেষ্টারা মালিক সমিতির নিজস্ব সাক্ষরিত পেইডে আব্দুর রহমান দোছন,আবুল হোসেন, আমির মেম্বার, মিলন ডাক্তার, বাবুল মহাজন, লিটন ঢালী, খায়রুদ্দিন আহম্মেদ নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
দোকান মালিক সমিতির আহ্বায়ক কমিটি সৈকত হাসান ইকবাল’কে আহ্বায়ক ও সদস্য মো. মনির হোসেন, খায়রুল, বাপ্পী মোল্লা, আবুল কালাম মো.নাছির।
কমিটি ঘোষনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোকান মালিক সমিতির উপদেষ্টা খায়রুদ্দিন আহম্মেদ বলেন, এ কমিটি দ্বারায় দোকান ব্যবসায়ীরা এবং আমরা প্রত্যাশা করছি তারা ব্যবসায়ীদের জন্য ভালো কিছু করবে। এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখবে সে প্রত্যাশা করছি।
দোকান মালিক ব্যবসায়ীদের উদ্দেশ্য করে নবগঠিত আহ্বায়ক কমিটির সৈকত হাসান ইকবাল বলেন, আমাদে যে ছয় জনকে আহ্বায়ক কমিটি করে দিয়েছে আমরা চেষ্ঠা করব ছয় জন এ মার্কেটকে নিজের সন্তানের মত আগলে রাখবো। কোন অপশক্তি এখানে এসে চাঁদাবাজী ধান্দাবাজি করবে আমরা প্রতিহত করব। আপনাতের পাশে কমিটির নেতৃবৃন্দরা সহ উপদেষ্টারা আছে। কোন চাঁদাবাজ এসে আপনাদেরকে ডিস্টাব করবে আমরা তা মেনে নিব না। যেহেতুক সেনাবাহিনী জেলা প্রশাসন থানা পুলিশ রয়েছে।আমরা তাদের আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করব।
হিনি আরোও বলেন, দোকানী ভাইদেরকে বলতে চাই আপনারা গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখবেন না। যাতে করে খারাপ লোকজন এসে আড্ডা না দিতে পারে। এ মার্কেট এলাকায় কিছু মাদক ব্যবসায়ী আছে। আপনারা এখান থেকে চলে যাবেন নয়তবা এর পরিনাম ভয়াবহ হবে। আগে যারা এ মার্কেটে নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত ছিল। তাই হুশেয়ারী করে বলতে চাই এ খিলমার্কেট আমার বাব দাদারা পরিচালনা করেছে তাই এ মাকের্টের সুনাম রক্ষায় সন্ত্রাসী, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের কোন কোন অস্তিত্ব থাকবে না। যদি আগামি কালের মধ্যে আপনারা চলে না যান তাহলে সেনাবাহিনী ও ফতুল্লা থানা পুলিশের কাছে আপনাদের হস্তান্তর করা হবে। স্বৈরাশাসকেরর সময় আপনারা যা খুশি করেছেন মুখ বুজে সহ্যকরেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এখন ড. ইউনুস স্যার এর মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এসেছে। তাই আমরা সুন্দর সমাজ গড়ার লক্ষে কাজ করব।