শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে চাষাড়া বালুর মাঠস্থ হেলথ রিসোর্ট হাসপাতালে ভর্তী হওয়া মহানগর বিএনপি নেতাকে দেখতে গিয়ে স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাখাওয়াত ইসলাম রানা।
এর আগে বিকালে বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে এ মারধরের ঘটনা ঘটে। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু সহ হামলায় ৫জকে কুপিয়ে জখমসহ ১০ জন আহত হয়েছে বলে জানান বিএনপির নেতারা।
হেলথ রিসোর্ট হাসপাতালে ভর্তী হওয়া মহানগর বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপুকে দেখতে গিয়ে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন,আমরা মানসিকভাবে মর্মাহত। বিএনপি থেকে বহিস্কৃতরা, আওয়ামীলীগ ও জাতীয় পার্টির দোসরা এ ঘটনাটি ঘটিয়েছে। মহানগর সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ভাই একজন মাঠ পর্যায় কর্মী থেকে এখন মহানগর বিএনপির নেতা হয়েছেন। তাই আমরা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং বহিস্কৃতদের মধ্যে যারা জড়িত দ্রুত্ব আইনগত ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন। এছাড়া বিএনপি থেকে বহিস্কৃত দোসরদের মহানগর থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।
বিএনপির নেতৃবৃন্দরা জানান, শুক্রবার বিকালে বন্দরের তিনগাঁও এলাকায় বিএনপির একটি সমাবেশে যোগ দিতে অটো রিকসা যোগে মহানগর বিএনপির সদস্য সচিব এড. টিপু বন্দরের নবীগঞ্জ কামলা উদ্দিনের মোড়ে পৌছালে বন্দরের সন্ত্রাসী সৌরভের নেতৃত্বে শতাধিক লোকজন তাকে বহনকারী অটো থামিয়ে তার উপর হামলা করে। এ সময় তিনি গণপিটুনির শিকার হন।