নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে হত্যার চেষ্টার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায়া এনে বিচারের দাবীতে মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
শনিবার ( ৭ সেপ্টেম্বর) বিকালে চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে মহানগর বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে মিছিল নিয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা ও সদস্য সচিব মোমিনুর রহমান বাবু’র নেতৃত্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, যারা টিপু ভাইয়ের উপর হামলা করেছে তারা কারা! তা আমাদের যানতে হবে। তারা বিএনপির বহিস্কৃত নেতারা আকাম কু- কাম করে বেড়াচ্ছে। এবং বিয়ে করে ধরা খেয়েছে ও চুরি করেও ধরা খেয়েছে। তারেক রহমান সাহেব জানতে পেড়ে তখন তাদের কে দল থেকে বহিস্কৃত করেছে। এছড়া তারা স্বঘোষিত দালাল। বিএনপির সাথে তারা কোন কিছুতেই পেরে উঠতে পারবেনা বলে এ হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বহিস্কৃতদের উদ্দেশ্যে তিনি আরোও বলেন, ইন্নালিল্লাহ পড়ে না থাকলে পরে নাও। আজকের পর থেকে তুমরা নৌকা পাড় হতে পারবা না। তারা স্কুল ঘাট দিয়ে পার হয়ে মিছিল করলো আপনারা কি করলেন। আপনারা বিএনপির নেতারা ঘুমিয়ে রহিলেন। সেই মিছিলে যারা ছিল আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। দুঃখের সহিত বলতে চাই সাংবাদিকরা কি করে মিছিল করে। সাংবাদিক হচ্ছে সমাজের আয়না। আমরা ভুল করলে সাংবাদিকরােআমাদে ধরিয়ে দিবেন। এ দেশে আরেকজন দাঁড়ি ওয়ালা সাংবাদিক জন্ম হতে দেওয়া যাবেনা। এ দেশ গণত্রান্তিক দেশ। কিছু দিন আগে ছোট ছোট বাচ্চারা এজন্য জীবন দেয়নাই। টিপু ভাইয়ের পুত্র সন্তান নাই। তাই মহানগর স্বেচ্ছাসেবক দল তার পুত্র সন্তানের মত থাকবে। আমাদের অভিবাবকের উপর আঙ্গুল তুলেছে সে আঙ্গুল আমরা দেখে নিব।