নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্বৈরাচার আওয়ামী ফ্যাসিবাদ সরকারের প্রহসনমূলক ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত ওসমানদের পা-চাটা দালাল চেয়ারম্যান জাকির এর অপসারণ ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমানের পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে আলীরটেক ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠন ও সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শহরের ২নং গেইট হতে মিছিল নিয়ে চাষাড়া প্রেস ক্লাব চত্বরে আলীরটেক ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয় ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এর কার্যালয়ে চেয়ারম্যান জাকির এর অপসারণ ও বিএনপি নেতাদের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে সভাপতিত্বের বক্তবে ব্যবসায়ী আক্তারুজ্জামান বলেন, “আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকারের আমলে যে জুলুম নির্যাতন করেছে ১৭ টি বছর বিএনপির এ নেতৃবৃন্দরা বাড়ি ঘরে ঘুমাতে পারত না ফ্যাসিবাদী সরকারের বংশধররা ভুক্তভোগী নেতৃবৃন্দদেরকে এখনও ঘরে ঘুমাতে দিচ্ছে না। সাপের বাচ্চা ছোট হলেও কিন্তু সাপ! বড় সাপ পালাইছে ছোট সাপ রয়ে গেছে। আলীরটেক, বক্তাবলীর ও কাশিপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা আমাদের পাশে এসে দাঁড়ান, আপনাদেরতো মায়া লাগার কথা৷ আমরাতো জীবনেও আওয়ামী লীগ করি নাই। আওয়মী লীগ করতে কত যে প্রেসার আসছে তবুও আমরা সেখানে যাই নাই। আওয়ামী লীগ না করাতে কতো যে হুমকী-ধামকী, ব্যবসার ক্ষয়-ক্ষতি করেছে, বাড়ি ঘর ভেঙ্গে ফেলেছে তার পরও আওয়ামী লীগ করি নাই। আমরা আমাদের নীতি পরিবর্তন করি নাই।”
তিনি আরোও বলেন, “আমাদের রক্তে বিএনপি৷ বিএনপি’র সময় আমার বাবা আয়েছ আলী মাদবর ছিলেন প্রথম গ্রাম সরকার। আমার নামেও তিনটা মামলা দেওয়া হয়েছিলো। লিপ্সায় লিপ্ত হতে পারতাম, চেয়ারম্যান হতে পারতাম, নেতৃত্ব দিতে পারতাম কিন্তু লিপ্সায় লিপ্ত হই নাই। শাসকের দলে আমরা ভীরি নাই ভীরবও না। মামলা দিতে থাকেন, যারা খাঁটি বিএনপি করে তারা হুমকী-ধামকীকে ভয় পায় না। আপনি আওয়ামী লীগ করেছেন সে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করেছেন৷ এখন আপনি কি করে বিএনপির ব্যানারে আসেন। যদি কোন পরিচালক পাই এটা নিয়ে একটা নাটক বানাতে চাই। আপনি জাকির চেয়ারম্যন প্রকাশ্যে ১৫ই আগস্ট করেন ব্যানার নিয়ে, ওটা সেটা করেন আবার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় সমাধিতে কান্নাকাটি করেন বিএনপির নেতাদের হাত-পা ধরে বলছেন আমার সাথে আসো মামলা সব প্রত্যাহার করে দিব। আপনার মামলার বাদীরা নিজেরাও জানেনা। বরগুনা, যশোর, কুষ্টিয়া থেকে ভাড়া করে মামলার বাদী বানিয়েছেন আপনি। কার মদদে আপনি এলাকার নিরিহ মানুষকে মামলা দিয়েছেন? আপনি মনে করেছেন আপনার ছায়া তলে আশ্রয় নেয়, এটা আপনি ভুল করেছেন। এবার আপনারা বোরকা পড়ার সুযোগ পান নাই।
এসময় মানববন্ধনে আলীরটেক ইউনিয়ন বিএনপির নেতা নূর আলম সিদ্দিকীর সঞ্চলনায় উপস্থিত ছিলেন , ডাকসুর সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিলন মেহেদী, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক মতিউর রহমান ফকির, জিসাস’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেল মাহমুদ, আলীরটেক ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম সুক্কুর, ৯ নং ওয়ার্ড সাবেক মেম্বার ইকবাল মাহমুদ, বিএনপির নেতা আমিনুল ইসলাম রিপন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম প্রধান, সহ-সভাপতি আক্তার হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির নেতা শাজাহান, ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার আওলাদ হোসেন মেম্বার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা আব্দুর কিদ্দুস, হালিম সরদার প্রমুখ।