1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

ভোলট পাল্টানো নেতা আলামিন ফের তৎপর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নারায়ণগঞ্জে এক সময় প্রভাবশালী ওসমান পরিবারের ঘনিষ্ঠ প্রেতাত্মা আলামিন মির্জা এখনও সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। বন্ধু পরিবহন দখল করতে অভিনব কায়দায় প্রভাবশালী সাবেক এমপি শামীম ওসমানের সাথে জড়িয়ে স্বৈরাশাসক পতনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনরত ব্যাক্তিদেরকেও জড়ানো হচ্ছে মামলায়।

 

বন্ধু পরিবহনের কোন মালিকানা না থাকলেও পেশিশক্তি ব্যবহার করে বন্ধু পরিবহন দখলের চেষ্টায় বন্ধু পরিবহনের মালিক ও শ্রমিকদের ভয়-ভীতি ও হুমকি ধামকি সহ মিথ্যা মামলা দেওয়ারও চেষ্টার পায়তারার অভিযোগ উঠেছে আলামিন মির্জার বিরুদ্ধে। এছাড়া স্থানীয় সূত্রে জানাযায় ২০০৯ সালের পূর্বে নসিব পরিবহনের দুইটি মালিকানা বাস ছিল আলামিন মির্জার। ২০০৯ সালে সেভেন মার্ডারের সময় নূর হোসেন চেয়ারম্যান আত্মগোপন করিলে এবিএস বন্ধ হয়ে যায়।

 

 

পরে তাদের নসিব পরিবহন নিবন্ধন বাতিল হয়ে যায় এবং গাড়ির রেজিষ্ট্রেসনও বাতিল হয়ে যায়। তাদের আর নসিব পরিবহন নামে কোন প্রকার নাম চিহ্ন না থাকায়।
আমরা ব্যবসায়িক উদ্যোগ নিয়ে গাড়ি কিনে করে জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন করে। ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ বন্ধু পরিবহন লিমিটেড চালু করি এবং এখন পর্যন্ত পরিচালনা করে আসছি। নসিব পরিবহনের সাথে আমাদের বা আমাদের কোম্পানির কোন সম্পৃক্ততা নাই বলে জানান বন্ধু পরিবহনের মালিক শ্রমিকরা।

 

 

নারায়ণগঞ্জ বাস টার্মিনাল সূত্রে জানাযায়,বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে স্বৈরাশাসক পতনের সুযোগ ব্যবহার করে আলামিন মির্জা সহ কতিপয় সন্ত্রাসীরা বন্ধু পরিবহনের অফিস দখলের পায়তারা করছে৷ কোন প্রকার প্রতিবাদ করলে মিথ্যা মামলার দিয়ে হয়রানি করার পাঁয়তারা করছে। একসময় প্রভাবশালী সাবেক এমপি শামীম ওসমানকে জড়িয়ে মামলা করা হচ্ছে। এমনকি এ মামলা থেকে বাদ পড়ছেনা বৈষম্যবিরোধী আন্দোলনে থাকা ব্যাক্তিরাও।

 

 

দেওভোগ লিচুবাগ এলাকার মৃত আব্দুল হাকিম মিয়ার ছেলে আলামিন মির্জা টাকার পাহাড় ও ক্ষমতা লোভে ভোল পাল্টে সুশীল সমাজকে ধুলো দিয়ে লেবাসদাড়ি আলামীন মির্জা মুখে দাঁড়ি ও মাথায় টুপি থাকলেও কখনও শামীম ওসমান! কখনও ভাইজান খ্যাত আজমেরী ওসমান সহ কখনও কাউছার আহম্মেদ পলাশ, কাউন্সিলর আব্দুল করিম বাবু( ডিস বাবু) এর লোক। এছাড়া রয়েছে প্রশাসনের সাথে গভীর সখ্যতায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলামিন মির্জার রয়েছে দাম্ভিকতা। প্রভাবশালী এ নেতাদের নাম ভাঙ্গিয়ে চলতেন বীরদর্পে করতেন ভূমিদস্যুতা, দখল বাজি, চাঁদাবাজী ও সন্ত্রাসীতেও রয়েছে ব্যাপক হারে পরিচয় অর্জন করেছে বলে স্থানীয় সূত্রে জানাযায়।

 

আলামীন মির্জাকে চেনেন কিনা!আজমেরী ওসমানের সাথে গভীর সখ্যতা ছিল কিনা তা জানতে আজমেরী ওসমানের একাধীক সূত্রে জানাযায়,এটা হাঁস্যকর বিষয়! ভোল্ট পাল্টাতে সময় লাগেনা তার! এই বিষয়টা অস্বীকার করার মতন না। প্রতিনিয়তই তিনি ভাইজানের কাছে আবদার নিয়ে আসত। এবং ভাই জানের সাথে মিছিল মিটিংএ যেত।

 

 

মুঠোফোন এ বিষয়ে জানতে চাওয়া হলে আলামিন মির্জা বলেন, শামীম ওসমানেরর নামে মামলা করেছি এবং আজমেরী ওসমানের নামে জিডি করেছি। আমি তাদের কাছে যাই না। যদি যাইতাম তাদের বিরুদ্ধে মামলা করি। আমার বিরুদ্ধে যে অভিযোগ সব মিথ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL