ফতুল্লায় প্রবাসী ব্যবসায়ীর বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র লুট নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন কুতুবপুর ইউনিয়নে প্রবাসী ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দিলেও কোন প্রকার কর্ণপাত করেনি পুলিশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আদর্শ নগর ওয়াস করোনী রোডস্থ সাদাত মসজিদ সংলগ্ন প্রবাসী ব্যবসায়ী মাসুদ রানা বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে।
এ বিষয়ে প্রবাসী ব্যবসায়ী মাসুদ রানার শাশুড়ি শামসুন্নাহার বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ্য করেন, চুরির ঘটনায় চোরের দল ঘরে থাকা ১৮ ভরি ওজনের স্বর্ণালংকার, ল্যাপটপ, মূল্যবান জিনিসপত্র- সিরামিকের তৈরি তৈজসপত্র মূল্য, বুটিক্সের ব্যবসার মূল্যবান কাপড় চোপড়, ভিশন কোম্পানীল ইলেক্ট্রিক চুলা সহ মূল্যবান ও প্রজনীয় আসবাবপত্র নিয়েছে যার মূল্য মোট ২৯,২৮,০০০ টাকা।
শামসুন্নাহার বেগম ফটো উল্লেখ্য করে আরোও বলেন, “আমার মেয়ের স্বামী মাসুদ রানা নেপালের কাঠমান্ডুতে একটি শোরুম দিয়ে বুটিক্সের ব্যবসা করে। মেয়ে সানজিদা আক্তার জ্যামি ও তাহার কন্যা সন্তান আলফি শাহরীনকে নিয়ে গত ২৯ই আগস্ট স্বপরিবারে নেপালের কাঠমুন্ডুতে চলে যায় এবং একই এলাকায় বড় বোনের বাড়ি হওয়ার সুবাদে মেয়ের বাড়ি দেখাশুনা করতে হয় আমাকে। ২৭ সেপ্টেম্বর সকালা ১১টায় আমার বড় বোন আমার মেয়ের বাড়ীর মূল প্রবেশ গেইট ও মূল দরজা খোলা দেখে আমাকে অবগত করে৷ ঘটনাস্থলে গিয়ে মেয়েকে জানাই কিন্তু আমি থানায় গিয়ে অভিযোগ দায়ের করলে এস আই মামুন সাহেব এর সাথে যোগাযোগ করতে বলা হলে পরের দিন আমি যোগাযোগ করি। এস আই মামুন সাহেব আমাকে বলেন থানার গাড়ি নাই কনেস্টেবল নাই, বিসিক নিয়ে ব্যাস্ত আছি।”
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই মামুন জানান, “বাদীকে বলা হয়েছে আমার যে দিন ঐ এলাকাতে ডিউটি পড়বে সেদিন আমি ঘটনা স্থলে তদন্তে যাব এবং আইনগত ব্যবস্থা নিব।”