ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের ৫১তম জন্মদিন উপলক্ষে রাজিব ও নয়নের উদ্যোগে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে সাবেক ছাত্রদল নেতার জন্মদিন পালন করা হয়।
শনিবার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে দোয়া ও কেক কাটা অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুব দলের নেতা সনেট আহমেদ।
আরোও উপস্থিত ছিলেন, ফয়সাল আহমেদ হৃদয় প্রধান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ, রকি খন্দকার, রাসেল মাদবর, সানি খন্দকার, জুম্মান আহমেদ, বন্দর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক লিয়ন , নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক ইয়ামিন সরদার পলাশ, বাবু, সোয়ান প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি জাকির খানের আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।