বন্দরে বিদ্যুৎ স্পৃষ্টে মৃদুল(২২) নামে এক জাহাজ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে মাহামুদনগর এলাকায় শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত জাহাজ নির্মাণকারি প্রতিষ্ঠান কর্ণফুলী ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মৃদুল নাসিক সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার আবুল কালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ডকইয়ার্ড কর্তৃপক্ষ জানান, প্রতিদিনের ন্যায় মৃদুল ডকইয়ার্ডে কাজে যোগদেন। অসাবধানতা বসত বিদ্যুৎ স্পৃষ্টে গুরুত্বর আহত হয়। পরে অন্যান্য শ্রমিকরা ও স্থানীয়দের সহায়তায় মুমুর্ষ অবস্থায় মৃদুলকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।