ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) -এর আহ্বানে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এ যোগ দানের লক্ষে সদস্য সংগ্রহে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর ) বিকালে চাষাড়াস্থ নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সদস্য সংগ্রহে কার্যক্রম উদ্বোধন করা হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন সভাপতি মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ।
এসময় মুফতি মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, প্রিয় নগর বাসী আপনারা জানেন আমাদের দেশ স্বাধীন হয়েছিল মূলত ১৯৭১ সালে। বিশেষ করে ৫ই আগস্টের পূর্বে আমরা স্বাধীন ভাবে চলা ফেরা করতে পারিনাই। আমরা স্বাধীন দেশের নাগরিক হওয়াসত্বেও কথা বলতে পারিনাই আমরা আদ্ধ ছিলাম। দীর্ঘ ৫৩ বছর আন্দোলন সংগ্রামে লড়াই করতে করতে ২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগের দুঃশাসন ক্ষমতায় বসে পর্যায়ে কর্মে ভোট বিহীন নির্বাচনে জ্বালাপোড়া সাজানো নাটক নির্বাচন দিয়ে দেশের লক্ষ, কোটি টাকা লুটপাট করেছে তারা। দেশের জাগ্রত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান অন্যায় কাজ বন্ধ করেছে ৫ই আগস্টে। কুখ্যাত কসাই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখন আপনারা বুক ফুলিয়ে কথা বলতে পারতাছেন। এখন কিছু সন্ত্রাস বাহীনি চাঁদাবাজি করে ভেরাচ্ছে। চাঁদাবাজদের হুশিয়ারি দিয়ে বলেন আমরা এখনও মাঠ ছাড়ি নাই। পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনও মাঠে আছে। আমরারকোন দলমত চিনি না। খাদ্যদ্রব্য মূল্য এখনও কমে নাই। বাজারে এখনও কিছু অসাধু বব্যবসায়ীর মনে যাচায় তাই করে। তাই পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের কল্যানে কাজ করে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দেশব্যাপী সদস্য সংগ্রহের কার্যক্রম চালু করেছে।
এসময় আরোও উপস্থিত ছিলেন, মহানগর ইসলামী আন্দোলন সহ-সভাপতি মো. নূরহোসেন, সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিন সম্পাদক মাওলানা শামছুল আলম, প্রচার ও প্রকাশানা সম্পাদক বিল্লাল হোসেন খান, সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মো. বিল্লাল হোসেন, শহর শাখার সেক্রেটারী আব্দুল রোমান প্রধান রোমান, সহ ছাত্র ও যুব ইসলামী আন্দোলনেরর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।