1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

বড় জায়গা না গিয়ে গরীবদের পূজা মন্ডপে আসতে স্বার্থকতা রয়েছে:এসপি প্রত্যুষ

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৪০ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজার উৎসব উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

 

 

বুধবার( ৯ অক্টোবর) বিকালে চাষাঢ়াস্থ রবিদাস পাড়া দূর্গা পূজামন্ডপের প্রধান অতিথি হিসেবে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এ সনাতন ধর্মাবলম্বীদের উৎসব
উদ্বোধন করা হয়। এসময় তিনি অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

 

 

সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, আমি এসপি চাইলে অনেক স্থানে যেতে পারতাম, অনেকে অনেক স্থানে যাবার আমন্ত্রণ জানানো হয়েছে। বড় জায়গা না গিয়ে এই গরীবদের পূজা মন্ডপে আসতে স্বার্থকতা রয়েছে। তেলের মাথা তেল ঢেলে স্বার্থকতা নাই। ঈশ্বর সবারই ইশ্বর, তাকে কেউ ভাগ করা যায় না। যে ছোট তিনিও ঈশ্বরকে ডাকে, যে বড় তিনিও ঈশ্বরকে ডাকে। ঈশ্বরের রূপ এক অলৈাকিত। প্রথম যেদিন আমার অফিসে গিয়েছিলেন খোরশেদ ভাই। তিনি বলেন, আমার এখানে একটা পূজা হয়, সেখানে কেউ যায় না। আমি বললাম কেনো- সমস্যা কি? তিনি বললেন, উনারা তো গরীব ও বড় করে পূজা করার সামর্থ্য নেই। তখন আমি বলেছি, অবশ্যই যেদিন মা দূর্গা দর্শন শুরু হবে সেদিন আমি ওখানে যাবো।

 

 

তিনি আরও বলেন, জীবের ভিতরে ঈশ্বর লুকিয়ে থাকে। প্রথম দূর্গা বানাতেও পতিতা ঘরের মাটি লাগে। মা দূর্গার সকলের অবদান রয়েছে। এখানে যারা আছেন, কেউ ছোট মনে করবেন না। আমি এখানে অনেকে মাঝে আমার মত প্রত্যুষ হাজারো তৈরি হোক। পড়াশুনা করতে হবে, নিজের নীতি ঠিক রাখতে হবে। ইন্ডিয়ার যিনি সংবিধান লিখেছিলেন, তিনি সমাজের নিচু লোক ছিলেন। আমরা মনে করবো, আমরা সবাই মানুষ। সকলের শরিরের রক্ত এক। আমাদের এখানে হিন্দু মুসলিম খিষ্ট্রাণ নিবিশেষে সকলের মিলন মেলা।

 

 

এসপি আরও বলেন, এখানে খোরশেদ কমিশনারের মত লোক আছে, যিনি মানববতার প্রতিষ্ঠিত এখন উদহারণ। আমার আর কোন উদহারণ দরকার পড়ে না। ওনি আমার ওখানে গিয়ে ছিলেন আজকে বলি। ওনার নামে ৭৮টি মামলা ছিল, তখন আমি বলেছি আপনাকে আমি ‘আইডল’ মনে করি। যে মানুষ করোনা সময় নিজের জীবনবাজী রেখেছে, সে অবশ্যই ‘আইডল’। তখন তিনি আমাকে বলেছিলেন, স্যার আমার একটা উপকার করতে পারবেন। তখন বলেছিলাম কি করে দিতে হবে আমাকে। তিনি বলল, আমার পুলিশ ক্লিয়ারেন্স করে দিতে পারবেন, আমার ছেলেকে নিয়ে যাবো। আমি আইজিপি স্যারের সাথে কথা বলে, আমার স্পেশ্যাল পাওয়ারে তাকে পুলিশ ক্লিয়ারেন্স দিয়েছি। যার নামে এতগুলো মামলা, কারো মামলা থাকলে আমরা ক্লিয়ারেন্স দেই না। বাট আমি দিসি, আমি তার জামিনদার হইছি। আমরা সবাই, সবার মত চিন্তা করি তাহলে হবে না। চিন্তাটা থাকবে অনেক বড়। একজন খোরশেদ কমিশনার সমাজে জন্ম হতে অনেকদিন লাগে। আমি তাকে মন থেকে শ্রদ্ধা করি।

 

 

মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিপন সরকার বলেন, রবিদাস পাড়া দূর্গা পূজামন্ডপের এ প্রথম বার এসপি মহোদয় এসেছেন। আগে কেউ আসেননি। এসপি মহোদয়ের সাথে দেখা করি মিটিং এ তখন বলেছি রবিদাস পাড়া দূর্গা পূজামন্ডপের কোন অতিথি যায় নাই। তখন এসপি সাহেব আমাকে আশ্বস্ত করেছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে আগে যাব। এবং রবিদাস পাড়া ও সিটি হরিজন কলোনিতে যাব।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, ডাক্তার আশীষ কুমার দে, পঞ্চায়াত সভাপতি নারায়ণ দাস, বিশ্বজিত সাহা, টিম খোরশেদ, মনিকা দেবী সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL