নারায়ণগঞ্জ মহানগর ১১ নং ওয়ার্ডে শারদীয় দুর্গাপূজা উৎসবে পূজা মন্ডপ পরিদর্শন করলেন সদর থানা বিএনপি নেতৃবৃন্দরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নগরীর ১১ নং ওয়ার্ড নগর খাঁনপুর শ্রী শ্রী সিদ্ধিগোপাল আখড়া সদর থানা বিএনপির সাবেক যুগ্ন আহ্বয়ক মহসিন উল্লাহ নেতৃত্বে পূজা মন্ডপ পরিদর্শন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানা ।
এসময় সদর থানা বিএনপির সাবেক যুগ্ন আহ্বয়ক মহসিন উল্লাহ বলেন, আমরা এ পূজা মন্ডপে হিন্দু, মুসলিম মমিলিয়ে যৌথ ভাবে আছি। আমি এ এলাকাতে বড় হয়েছি। আমাদের এলাকায় হিন্দু -মুসলিমের কোন বিভেদ হয় নাই। যদিও অনেকে তাদের সংখ্যালঘু মনে করে। আমার ৪৭ বছর চলছে আমরা কোন দিন সুনিনাই এধরনেরর কথা। কেউ সংখ্যালঘু না।আমরা সকলেই বাংঙালী। আমাদের পরিচয়। বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজকে সদর থানা বিএনপির নেতৃবৃন্দরা এসেছে।
অতিথির বক্তব্যে সদর থানা বিএনপির সভাপতি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে হিন্দু ধর্মবলি ভাইদের শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। পতিত সরকার ১৬ বছর একটি শব্দ ব্যবহার জাতিকে দ্বিধাবিভক্ত করে রেখেছে সেই শব্দটি হল সংখ্যালঘু। জাতীয়তাবাদী দল সংখ্যালঘুতে বিশ্বাস করেনা। জাতীয়তাবাদী দল বিশ্বাস করে এদেশে জনগণের অধীকার সকলের সমান। সুধু আজকে আমরা এদেশে একত্রিত হই নাই। পূজার পরও হিন্দু মুসলিমের যে সম্পর্ক ভাই ভাই তা বজায় থাকবে।
নগর খাঁনপুর শ্রী শ্রী সিদ্ধিগোপাল আখড়া ওয়ার্ড পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিমাই দে বলেন, আমরা এমন একটি ওয়ার্ডে বাস করি। যেখানে যে কোন সমস্যায় মডেল গ্রুপের মাসুদ সাহেবকে পেয়ে থাকি। এবং বিএনপি নেতৃবৃন্দরা যে ভাবে খোঁজ খবর নিচ্ছে এবং এখানে কোন জাতির ধর্ম বর্ণে বিভেদ থাকবেনা। এখানে কেউ অন্যায় কাজ করলে ক্ষমা করব না। এ এলাকায় কেউ মারা গেলে সবাই সবাইকে দেখতে যাই এবং শ্রদ্ধা জানাই। তাই পাশের দেশ ইন্ডিয়ার থেকে এদেশে সকল হিন্দুরা নিরাপদ ও ভালো রয়েছে। আমার পক্ষ থেকে তারেক রহমান সাহেব কে ধন্যবাদ জানাই।
এসময় আরো উপস্থিত ছিলেন, পূজা কমিটির সােক্রেটারী নিমাই দে, ১১নং ওয়ার্ডের কৃষক দলের সভাপতি তাইজুল ইসলাম তাজু সাধারণ সম্পাদক মো. সুমন ইসলাম, সহ-সভাপতি ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ফারুক সহ-সাংগঠনিক সম্পাদক দুলাল, প্রচার সম্পাদক মো. রমজান আলী, সহ- প্রচার সম্পাদক চাঁ মিয়া ভূইয়া, সরকার আলম, রতন সহ সদর থানা বিএনপি ও ওয়ার্ড বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।