বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সহ সকল নেতা কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও সন্ত্রাস, নৈরাজ্য,লুটপাট, চাঁদাবাজির প্রতিবাদে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ওসমান হারুনী প্রিতম এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ১ নভেম্বর ) দুপুরে শহরে ২নং গেইট হইতে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিল শেষে চাষাড়ায় বিজয়স্তম্ভে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ওসমান হারুনী প্রিতম তার বক্তব্যে বলেন, আজকে আমরা অত্যন্ত ক্লান্তি লগ্ন অতিক্রম করেছ এখানে এসেছি। আজ দেশ স্বাধীন। এ স্বাধীনতা কোন গোত্রের বা দলের একক স্বাধীনতা না। এস্বাধীনতা সবার। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জনের এ স্বাধীনতা এসেছে। আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই।
তিনি আরোও বলেন, এ শহরে কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ থাকবে না। কোন প্রকার নৈরাজ্য, চাদাবাজ, দখলবাজদের শক্ত হাতে দমন করবে নারায়নগঞ্জ মহানগর ছাত্রদল। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল দেশ ও জাতীর কল্যানে সদা জাগ্রত ভূমিকা পালন করবে এবং নারায়ণগঞ্জকে নিরাপদ নগরীতে পরিনত করতে বদ্ধপরিকর থাকবে। আওয়ামীলীগ ফ্যাসিস্ট দোসররা নীল নকশা আকছে। আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। সেই সাথে ফ্যাসিবাদ কর্তৃক দয়ের করা সকল মিথ্যা মামলা থেকে তারেক রহমান সহ সকল ভুক্তভোগীদের প্রত্যাহারের দাবী জানাই।
সাবেক ছাত্রদল নেতা ওসমান হারুনী প্রিতম’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল আরোও উপস্থিত ছিলেন, সদর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ১৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জিদান, গোগনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিজবি, সদর ও বন্দর বিভিন্ন ও য়ার্ডের ছাত্রদলের নেতা স্রোরাইব, ফরহাদ, রুবেল, সাজ্জাদ, হৃদয়, সিয়াম, হিমেল, ফয়সাল, ফাহিম, রাজিব সহ আরোও নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ড থেকে এসে মিছিলে অংশগ্রহণ করেন।