বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে আহাম্মদ আলী হৃদয় নামে এক যুবকে হত্যাচেষ্টা নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় দায়ের করা একটি মামলায় নরসিংদী–৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার (১২ নভেম্বর) ফতুল্লা থানা পুলিশের কর্মকর্তা
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রয়ণ করা হয়। শুনানি শেষে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি মো.আবুল কালাম আজাদ জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, নরসিংদী–৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা এ মামলার ২ নম্বর আসামী। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি দূর থেকে সহয়তা করেছেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরীফুল ইসলাম জানান, ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানায় হৃদয় আহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় মো. সিরাজুল ইসলাম মোল্লা ২ নম্বর এজহারনামীয় আসামি।
মামলার এজহার সূত্রে জানা যায়, ১৯ জুলাই ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাহমুদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামলায় উল্লিখিত আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হয়ে আহাম্মদ আলী হৃদয় আহত হন। এ ঘটনায় আহত আহাম্মদ আলী ৫ সেপ্টেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা করেন।
এর আগে, ১১ নভেম্বর সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরের আসাদ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সিরাজুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।
এবিসয় চায়না বাংলা সিরামিক কম্পানীর কর্মকর্ত আরিফুজ্জামান মোল্লা বলেন, নরসিংদী–৩ আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাকে মিথ্যা মামলায় জড়িয়েছেন। এবং সে ব্যাবসায়ী কাজে দীর্গদিন বিদেশে ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগের আগের দিন বাংলাদেশে আসেন তিনি। নরসিংদী ৩ আসনে শিবপুরে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকাকে তিবার পরাজিত করে সংসদ সদস্য হয়েছেন। এছাড়া তিনি ২০২০ সালে করোনাকালিন প্রতিটা পরিবারকে অর্থ সহয়তা করেছেন। আপনারা খোজ নিয়ে দেখেন নরসিংদী জেলা’তে তার নামে কোন মামলা নেই।