সিটি বন্ধন পরিবহন লিমিটেড এর নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা শরীফ টিটুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন বাস মালিকরা।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের সিটি বন্ধন পরিবহনের কার্যালয়ে দোয়া মাহফিলের মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভায় মালিকরা নানা সমস্যার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান মোস্তফা শরীফ টিটু বলেন, বন্ধন পবিহনের বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ও চাঁদাবাজি করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগে কে কি করেছেন তা আমার জানা আছে। তবে আগামীতে সবাই ভালো হয়ে যান। এখন থেকে আমি আপনাদের পাশে সব সময় আছি। কেউ কোন হামলা-মামলা করে হয়রানি করার চেষ্টা করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের সহায়তা করবে। আর আপনারা আমাকে এই সম্মান দেওয়ার আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি বন্ধন পরিবহনের বাস মালিক হাজী মো. হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন, মো. শাহীন মিয়া, মো. মহসিন বেপারী, মো. আওলাদ হোসেন, মো. রাজু আহমেদ, মো. সিরাজুল ইসলাম, মো. সাদেকুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, বিশাল, আব্দুল নাছের শাহীন, মো. শরিফ উদ্দিন, মো. রতন, মো. নাদিম, মো. বাবুল, মো. আতাউর রহমান কাজল, মো বশির উদ্দিন সহ প্রমুখ।