৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদল আয়োজিত আলোচনা সভা ও যুব সমাবেশ সফল করার লক্ষ্যে সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী ও সাব্বির আহম্মেদ শহিদ এর নেতৃত্ব একটি বিশাল মিছিল যোগদান করে।
রবিবার (১৭ নভেম্বর ) দুপুরে যুবদল নেতা বাপ্পি শিকদারের আহবানে নগরীর সিটি করপোরেশনের সামনে সদর থানা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা এসে জড় হয়। পরে মটরসাইকেল বহর সহ হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করেন এই যুবদল নেতা। এসময় ব্যানার ফেস্টুন ও প্লাকার্ডে সুস্বজ্জিত হয়ে নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে আয়োজন স্থল মুখরিত করে তোলে।
মহানগর যুবদলের আয়োজনে এ আলোচনা সভা ও যুব সমাবেশে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
এসময় মিছিলে উপস্থিত ছিলেন, রবিন খান, ফয়সাল হাসান, জুম্মান, হান্নান, রকি, শ্যামল, খান সুমন, মামুন, মোল্লা বাপ্পী, মোল্লা রবিন, রবু, রাব্বি, ফয়সাল আহমেদ, পায়েল, পাবেল, আরমান, টিটু, আমির, বিয়াই ম্যামল, সানী, শিপলু, সোহাগ, রামি, রাকিব সহ হাজার হাজার নেতাকর্মীরা।