নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী এড.মো. মোফাজ্জল হোসেন নান্নু’ র মৃত্যুতে জেলা আইনজীবী সমিতির আয়োজনে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৪ নভেম্বর ) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। শোক সভা ও দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন আইনজীবী সমিতির সাধারণ সসম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।
আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেন, সেই দিন আমরা আইনজীবীরা একত্রিত হতে পেরেছি বলে আমরা বিচার করতে পেরেছি। আমি দেখতে পারছি আইনজীবীদের মধ্যে সেই স্পিরিট নেই। বর্তমান আইনজীবীদের মধ্য সেই স্পিরিট ফিরে দেখতে চাই। আজকে যে আইনজীবী মৃত্যুবরণ করেছে তার ৫০ বছর পূর্তি হয়েছে এ পেশায়। মোফাজ্জল হোসেন নান্নু’ সাহেবের বিরুদ্ধে কখন কোন অভিযোগ ছিল না। মিষ্টি ভাষী আইনজীবী ছিলেন। আজ তার শোক সভায় আইনজীবীরা উপস্থিতী নেই। আজকে আইজীবীরা কর্মবিরতি পালন করতে চায় কি চায়না। আপনারা মনে রাখবেন খেতের চাকা খেতেই কিন্তু ভাঙ্গে।
দায়রা জজ আদালত (পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির তার বক্তব্যে বলেন, আমি যাদের সাথে সবচেয়ে বেশি সময় পার করেছি তারা যেন এটা করে। মৃত্যুর সময় আমরা যেন ইমান নিয়ে মরতে পাড়ি আল্লাহর কাছে দোয়া করি। এড. মোফাজ্জল সাহেব ব্যাক্তি হিসেবে নিতান্তই ভালো ছিলেন। তাকে যেন আল্লাহ বেহেস্ত নসিব করেন আমি সেই দোয়া করি।
জেলা আইনজীবী সমিতি সভাপতি এড. হুমায়ন কবির সভাপতির বক্তব্যে বলেন, আজকে একজন সিনিয়র আইনজীবীর শোক সভা চলছে। আইনজীবীদের উপস্থিতি নেই। এটা দুঃখ জনক। শোক সভা ও দোয়া অনুষ্ঠানে না এসে তারা টেবিলে বসে রয়েছেন। আপনাদের কিসের এত অভিমান। আজকে কার জন্য কোর্ট বন্ধ রেখেছি। আগামিতে এমন ঘটনা করলে ব্যবস্থা নিতে বাধ্য হব।
এতে জেলা আইনজীবী সমিতি সভাপতি এড. হুমায়ন কবির এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এড. আলম খান’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, জেলা ও দায়রা জজ আদালত (পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (পিপি) এড. খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী এড. খলিলুর রহমান, এড. রফিক আহমেদ, এড. আওলাদ হোসেন, এড. হাফিজুর রহমান মোল্লা, এড. আঃ গাফফার,এড. জয়নাল আবেদীন, এড. বোরহান উদ্দিন সরকার, এড. মশিউর রহমান শাহিন, এড. আজিজুল হক হান্টু, এড. রেজাউল করিম রেজা, এড. হুমায়ূন কবির,এড. শামসুল আরেফীন টুটুল,এড. সালাউদ্দিন সবুজ, এড. কামরুজ্জামান রতন, এড. কায়সার আলম টুটুল সহ নিহতের মেয়ে জাহানারা বেগম মুক্তা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সিনিয়র সহ- সভাপতি এড. আজিজ আল মামুন, সহ-সভাপতি এড. মাইনুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আলম খান, কোষাধ্যক্ষ এড. জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত, লাইব্রেরী সম্পাদক এড. সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক এড. রাসেল প্রধান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. আসমা হেলেন বিথি, সমাজ সেবা সম্পাদক এড. ফজলুর রহমান ফাহিম, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মোজাম্মেল হক মল্লিক শিপলু, সদস্য এড. ফাতেমা আক্তার, এড. নুরুল কাদের সোহাগ, এড. আবুল কালাম আজাদ, এড. মো. সুমন মিয়া, এড. আকতার হোসেনসহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ।