নারায়ণগঞ্জের ফতুল্লায় শিল্পপতির বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত পা বেঁধে সাত লাখ টাকা সহ ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ নভেম্বর) ভোরে ফতুল্লার সস্তাপুর গাবতলী এলাকায় ঢাকা টেক্সটাইল মিলের মালিক শিল্পপতি রেজাউল করিম মালার নিজ বাড়িতে এঘটনা ঘটে।
অস্ত্রধারী ও মুখোশ পরিহিত একদল ডাকাত তার ছোট ছেলে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন আক্তারের হাত পা বেঁধে ও মারধর করে এসব লুট করে নিয়ে যায়।
ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালা জানান, ভোরে দোতলা বাড়ির পিছনের জানালার গ্রীল কেটে মুখোশদারী ৬জন ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করেন। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিলো। এছাড়া ঘরের বাহিরেও ডাকাত দলের সদস্যরা দাড়িয়ে ছিলো। প্রত্যেকের মুখে কাপড় বাধা ও মুখোশধারী ছিলো। ডাকাতরা প্রথমে আমার ছোট ছেলে আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাকে সহ তার স্ত্রী নাসরিন আক্তারের হাত পা বেঁধে ফেলেন। তখন তারা চিৎকার করার চেষ্টা করলে ৬জন ডাকাত একত্রিত হয়ে তাদের কে এলোপাথারী মারধর করে। ওই সময় নাসরিন আক্তারের শরীরে থাকা স্বর্ণালংকার সহ আলমারীতে থাকা ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এরপর বাসার নিচ তলায় নেমে ডাকাতরা আলমারী ভেঙ্গে সাত লাখ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিনকে শহরের খানপুর হানপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
আহত আলাউদ্দিন জানান, ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় দুটি গুলি করে ভয় দেখিয়ে যায়। সেই সাথে এই ঘটনায় আইনগত ব্যবস্থা না নেওয়ার কথা জানায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত চলছে।