নারায়ণগঞ্জে মহানগর যুবদলের কর্মসূচিতে হাতাহাতি, মারামারি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতে জনসাধারণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। প্রশ্ন উঠেছে মহানগর যুবদলের নেতাদের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়েও।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের র্যালীতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ সদর থানা ও বন্দর থানা যুবদলের নেতাকর্মীদের মাঝে র্যালী শুরু হওয়ার আগ মুহুর্তে এই মারামারির ঘটনা ঘটে।
শনিবার (৩০ নভেম্বর) শহরের মিশনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদলের এক কর্মীর পায়ে আরেক গ্রুপের কর্মীর পাড়া লাগাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত।
এর আগে শনিবার বিকেল থেকেই মহানগর যুবদলের র্যালীতে যোগ দিতে মিশনপাড়া এলাকায় জড়ো হতে থাকেন যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। র্যালী শুরু হওয়ার আগ মুহুর্তে মারামারিতে জড়ায় যুবদলের দুই গ্রুপের নেতাকর্মীরা।
এসময় কর্মীদের নিয়ন্ত্রণ করতে মহানগর যুবদলের সিনিয়র নেতাদেরও হিমশিম খেতে হয়। বেশ কিছুক্ষণ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে। পরবর্তীতে দ্রুত র্যালী নিয়ে এলাকা ত্যাগ করেন নেতারা।
এর আগে ২০২৩ সালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটি ঘোষণার পর থেকেই গ্রুপিং ও কোন্দলের জেরে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।