1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধপক্ষ বিশ্ব মানবাধিকার দিবস’ ২০২৪ উপলক্ষে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৬ Time View
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
 “পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা লিগ্যাল এইড উপ-পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর- ১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস’ ২০২৪ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার ৪ ডিসেম্বর ২০২৪ইং তারিখ দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার শাখার সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে নারায়ণগঞ্জ চাষাড়াস্থ  ১৮ নবাব সলিমুল্লাহ রোড, সংগঠন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক রহিমা খাতুন, তিনি জেলার নারী ও কন্যা নির্যাতনের চিত্র এবং  নির্যাতন প্রতিরোধে মহিলা পরিষদের কার্যক্রম তুলে ধরেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলার সাবেক সভাপতি আন্জুমান আরা আক্সির, সভাপতি রীনা আহমেদ ও আন্দোলন সম্পাদক  সাহানারা বেগম। পরিচালনা করেন লিগ্যাল এইড সম্পাদক  এড. জেসমিন আজিজা।

সভায় বক্তরা বলেন- দেশের বর্তমান সংকটজনক পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা, আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতি, গ্যাস, বিদ্যুৎ, পানির সংকট ও মূল্যবৃদ্ধিতে জনজীবন দূর্বিসহ হয়ে পড়েছে। এর ফলে পারিবারিক কলহ-অশান্তি এবং নির্যাতন আরো বৃদ্ধি পেয়েছে। এর শিকার হচ্ছে নারীরা। শুধু ঘরেই না, বাইরেও নারী-কন্যা শিশুরা হত্যা, ধর্ষন, নির্যাতনের শিকার হচ্ছে। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সকল সম্প্রদায়ের অভিন্ন পারিপারিক আইন চালূ করতে হবে, সিডও সনদের পূর্ন অনুমোদনও বাস্তবায়ন ও অনুচ্ছেদ-২ ও ১৬(১)(গ) এর ঊপর হতে সংরক্ষণ প্রত্যাহার করতে হবে।
নারী ও শিশু নির্যাতন ও সহিংসতা বন্ধ, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী অধিকার প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সকল ক্ষেত্রে জেন্ডার সমতা প্রতিষ্ঠা করার জন্য তথ্য প্রযুক্তির সঠিকভাবে ব্যবহার করতে হবে। রাষ্ট্র, সমাজ ও পরিবারের সর্বক্ষেত্রে নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করতে হবে, সম্পদ-সম্পত্তিতে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা করতে হবে, নারী ও কন্যা নির্যাতন, হত্যা, ধর্ষণ ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর আইন প্রনয়ণ ও দ্রুত বিচার করতে হবে, নারী ও কন্যার প্রতি সকল প্রকার সহিংসতা দূরীকরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমে নারী ও কন্যার প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে ব্যাপক প্রচার করতে হবে। গণমাধ্যমে সচেনতাবৃদ্ধিমুলক প্রচারনা চালাতে হবে। সাইবার ক্রাইম প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। নারী বান্ধব প্রযুক্তির বিকাশে সরকারী প্রণোদনার ব্যবস্থা করতে হবে। তথ্য প্রয়ুক্তি ব্যবহারে তরুণসমাজকে জেন্ডার সংবেদনশীল করার লক্ষ্যে পাঠ্যসুচীতে সাইবার বুলিং ও ক্রাইম সম্পর্কে শিক্ষা যুক্ত করতে হবে। নারীদের প্রযুক্তির সাথে ব্যাপকভাবে পরিচিত করাতে হবে। প্রযুক্তি ব্যবহার করে তাদের স্বাবলম্বী হবার সুযোগ দিতে হবে।

সাংবাদিকদের মধ্যে অংশগ্রহণ করেন সংবাদ, যুগের চিন্তা, প্রতিদিনের বাংলাদেশ, অগ্রবাণী, সচেতন, স্বাধীন বাংলাদেশ, সোজাসাপ্টা, প্রেস নারায়ণগঞ্জ, নিউজ ব্যাংক-এর প্রতিনিধি প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলার সহ-সভাপতি কৃষ্ণা ঘোষ ও প্রীতিকনা দাস, সহ- সাধারণ সম্পাদক শোভা সাহা, অর্থ সম্পাদক শীলা সরকার,  প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী আবেদীন, সদস্য রাশিদা বেগম, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক নাসরিন ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL