নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের ২০তম মৃত্যুবার্ষিকী ও দুবাই প্রবাসী ইউসুফ খাঁন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বাদ আছর শহরের চাষাড়াস্থ খাজা সুপার মার্কেট এ মহানগর স্বেচ্ছাসেবক দলের স্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজন করা হয়। মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা ও বন্ধু মহলের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা।
আলোচনা সভা ও দোয়া মাহফিলের মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফার সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি মির্জা, যুগ্ম আহ্বায়ক ভিপি নজরুল ইসলাম, সদস্য রাজু আহম্মেদ, মোঃ দুলাল বেপারি, মোঃ কবির, মোঃ সোহেল, ইকবাল হোসেন, মোঃ রনি মল্লিক সহ সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা বলেন,যুবদলের যুগ্ম আহবায়ক প্রয়াত মমিন উল্লাহ ডেভিডের ২০তম মৃত্যুবার্ষিকী ও আমার বন্ধু ইউসুফ খাঁন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ আয়োজন। মমিন উল্লাহ ডেভিড সাহেব ও বন্ধু ইউসুফ খাঁন এর রুহের মাগফেরাত কামনা করি ও শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানাই। এছাড়া আপনারা জানেন আমার বন্ধু ইউসুফ খাঁন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। গত বছর ২০২৩ সালের এই দিনে আমাদের মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সে মৃত্যুবরণ করেন। আমরা বন্ধু ইউসুফ খাঁন এর সাথে ছোট থেকে এক সাথে চলাফেড়া করেছি। সুখে-দুঃখে কাঁধে কাঁধ রেখে মিলেমিশে চলেছি।
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন চাষাড়া বাগে জান্নাত জামে মসজিদের মাওলানা আজিজুল ইসলাম।