নারায়ণগঞ্জের সোনারগাঁ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলায় আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করার ও হত্যার অভিযোগে সোনারগাঁ উপজেলা সাবেক চেয়ারম্যান শামছুল ইসলাম ভূঁইয়াকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশের কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়। শুনানি শেষে নারায়ণগঞ্জ বিচারক সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট বেলায়েত হোসেন এর তৃতীয় আদালতে এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
মামলার অভিযুক্ত গ্রেফতারকৃত আসামী সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যান এড. শামছুল ইসলাম ভূঁইয়া (৭৬) পরমেশ্বরদী এলাকার মৃত তোরাব আলী ভূঁইয়ার ছেলে।
নারায়ণগঞ্জ জেলা আদালতের কোর্ট পরিদর্শক মোঃ কাইউম খাঁন জানান, গত ৪ আগস্ট বিকালে সোনারগাঁও থানাধীন কাঁচপুর ঢাকা-সিলেট মহসড়কের উত্তরে সিনহা মিলস্ এর অপর পার্শ্বে কলাপট্টি ওভার ব্রীজের নিচে রাস্তায় অবস্থানরত বৈষম্যবরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। সে সময় তাদের আন্দোলন পণ্ড করতে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যক সশস্ত্র লোকজন নিয়ে আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল বিস্ফোরণ ও এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। মামলার তদন্ত অফিসার গুলিবর্ষণ ও হত্যা মামলার কারন দেখিয়ে তাকে বিজ্ঞ আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করেন৷ শুনানি শেষে বিজ্ঞ আদালত শামছুল ইসলাম ভূঁইয়াকে
১দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানী আবাসিক এলাকার একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে৷