নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুলফিকার জিহাদ (৬) নামের এক শিশুকে ডোবার পানিতে ফেলে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহতের বাবা জুবায়ের হাসান হিমেল মানসিক বিকারগ্রস্ত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর ) রাতে আটককৃত হিমেলের তথ্য মতে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আটককৃত জুবায়ের হাসান হিমেল (৩০) নরসিংদী সাটির পাড়া ইউনিয়নের নগরকান্দি গ্রামের হানিফ মিয়ার ছেলে। এবং নিহত জুলফিকার জিহাদ তার একমাত্র ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত দেড় মাস পূর্বে পারিবারিক কলহের জের ধরে শিশু জিহাদকে তার মা বাবার কাছে রেখে চলে যায়। এরপর থেকে জুবায়ের শিশু সন্তানকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। এ দিকে চাকরির খোঁজে সন্তানকে নিয়ে গত সোমবার আসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসেন জুবায়ের। কোথাও কোনো কাজের সন্ধান তিনি পাননি। এদিকে ছেলের বিভিন্ন আবদার না রাখতে পেরে ক্ষিপ্ত হয়ে জুবারের সোমবার সন্ধ্যার সময় আমলাবো এলাকায় মুন্সী ফিলিং ষ্টেশনের পাশে ডোবার পানিতে ফেলে জিহাদকে হত্যা করে কচুরিপানা দিয়ে ডেকে রেখে দেয়। পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে ভুলতা পুলিশ ফাঁড়িতে গিয়ে ছেলেকে হত্যার কথা স্বীকার করেন জুবায়ের। পরে জুবায়েরের দেওয়া তথ্য মতে ডোবা থেকে জিহাদের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজান বলেন, নিহতের বাবা নিজে এসে এই ঘটনার কথা জানিয়েছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জুবায়ের হাসানকে আটক করা হয়েছে। মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।