জাতীয় পতাকা উত্তোলন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের আয়োজনে পালিত হল মহান বিজয় দিবস।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে কাশিপুর খিলমার্কেট গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন খেলা পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে সূর্যোদয়ের পর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি বিনশ্রম শ্রদ্ধা জানিয়ে কোরআয়ান তেলোয়াত, জাতীয় পতাকা উত্তোলন, মিনি ম্যারাথন দৌড়, প্রিতি ক্রিকেট ম্যাচ, হাড়ি ভাঙ্গা সহ বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা কাবাডি আয়োজন করা হয়।
এতে গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ এর আহ্বায়ক কমিটির উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন সহ দিনব্যাপী আয়োজিত নানা ক্রীড়া প্রতিযোগীতা খেলা ও পুরুস্কার বিতরণ করা হয়।
পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ এর উপদেষ্টা মো. কবির প্রধান, হাবিবুর রহমান হাবিব, আব্দুল আউয়াল, মিজানুর রহমান মামুন প্রমুখ।
আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতা মূলক খেলার উদ্যোগতারা হলেন গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ এর আহ্বায়ক সৈকত হাসান ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক গোলাম মেহেদী হাসান সৈকত, সদস্য সচিব মো. আল আলামীন, সদস্য মোঃ মাহবুব ঢালী : সদস্য সুমন ঢালী, কাউসার, কাজী সোহাগ, মোঃ সালাম, মোঃ রানা, তানিম, শামীম, পিয়েল।
গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের আহ্বায়ক সৈকত হাসান ইকবাল বলেন, মহান বিজয় দিবস উপলক্ষ বীর শহীদদের প্রতি বিনশ্রম শ্রদ্ধা জানিয়ে কোরআয়ান তেলোয়াত, জাতীয় পতাকা উত্তোলন সহ দিনব্যাপী বাংলার ঐতিহ্যবাহী খেলার মাধ্যমে এ দিনটি উদযাপন করেছি। আমাদের গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ একটি অরাজনৈতিক সংগঠন। এখনে দল মত নির্বিশেষে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাই। গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদে আমাদের প্রচেষ্ঠায় নতুন ভবন নির্মাণ করেছি। এবং আমাদের নিজ অর্থয়ানে আজকের দিনব্যাপী অনুষ্ঠান পরিচালনা করেছি। এসমাজের যুবকদের আহ্বান করব আপনাদের নিজ প্রয়োজনে খেলাধুলা চর্চা রেখে শরিলকে সুস্থ সবল রাখার জন্য
খেলায় মনোযোগী হন।
আয়োজিত খেলা অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যবাহী জাতীয় কাবাডি খেলায় হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ চ্যাম্পিয়ন হয়। মিনি ম্যারাথনে প্রথম পুরুস্কার স্মার্ট ফোন, দ্বীতীয় পুরুস্কার ব্লেন্ডার মেশিন, তৃতীয় পুরুস্কার আয়রন, ৪র্থ – ৫ম পুরুস্কার টিফিন বক্স, ৬ষ্ঠ – ৭ ম পুরুস্কার মগ, হাড়িভাঙ্গা খেলায় বিজয়ীকে নগদ অর্থ প্রধান, কাবাডি খেলায় চ্যাম্পিয়ন ট্রফি – রার্নাস আপ ট্রফি সহ প্রতি খেলোয়ারকে মেডেল পরিয়ে দেওয়া হয়।