1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন

সাবেক এমপি এসএম আকরাম আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০ Time View
নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম মারা গেছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক ঐক্যের নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইকবাল কবির। এসএম আকরাম এ রাজনৈতিক দলটির উপদেষ্টা ছিলেন। 
 
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি, ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আকরামে প্রথম জানাজার নামাজ রাজধানীর গুলশানে আজাদ মসজিদে সোমবার (১৬ ডিসেম্বর) রাত আটটার দিকে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল দশটায় নারায়ণগঞ্জ শহরের থানা পুকুরপাড় এলাকায় দ্বিতীয় এবং দুপুর ২টায় বন্দর উপজেলার আলীনগর ঈদগাহে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এসএম আকরাম এক সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগেরও আহ্বায়ক ছিলেন। পরে তিনি দলত্যাগ করে নাগরিক ঐক্যে যোগ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের প্রতীক নিয়ে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL