দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্তভাবে মহান বিজয় দিবস পালন করলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল।
এই দিনকে ঘিরে দলের নেতা-কর্মীদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জে শহরের প্রাণকেন্দ্রে বিজয়স্তম্ভে পুস্প অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী দেয়া হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) চাষাড়াস্থ নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও মমিনুর রহমান বাবু’র নেতৃত্বে বিজয় শহীদ বিজয়স্তম্ভে পুস্প অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানসহ মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দরা।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর পর উন্মুক্তভাবে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করলাম। আমরা এদেশের বাঙালি জাতি হয়েও বিগত ১৭টি বছর এই দিনটি থেকে বঞ্চিত ছিলাম। আমরা রাজনৈতিক ভাবে কোন দিবসের উদযাপন করতে পারিনাই। স্বৈরশাসকের কব্জায় আমরা হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়ে এক প্রকার বন্দিই ছিলাম। জাতীয় ভাবে কোন দিবস আসার আগেই হাসিনার পুলিশলীগের গ্রেফতার বাণিজ্যের যন্ত্রণায় আমরা বাড়িতে থাকতে পারতাম না। সেই যন্ত্রণার অবসান ঘটেছে ছাত্র-জনতার আন্দোলনে ৫ই আগষ্ট খুনি শেখ হাসিনা চোরের মত পালিয়েছে। সে যদি দেশকে বিন্দুমাত্র ভালবাসত তাহলে লোকচক্ষুর আড়ালে পালিয়ে যেত না। তাই নির্বোধ শেখ হাসিনার দোসরদের আহ্বান করব দেশকে ভালোবাসুন শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা ভুলে যাবেন না আমরা বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শে গড়া সৈনিক। ষড়যন্ত্র ও অরাজকতাকারীদের কোন ছাড় দিব না।