জাতীয় পতাকা উত্তোলন সহ নানা আয়োজনের মধ্য দিয়ে গোগনগর সমাজ কল্যাণ পরিষদে আমার শহীদনগর বাসী’র মহান বিজয় দিবস উদযাপন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ১৮ নং ওয়ার্ড শহীদনগর এলাকার আমার শহীদনগর বাসী’র উদ্যোগে সংস্কৃতিক উৎসব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে চিত্রাঙ্কন আবৃত্তি, হামদ ও নাত, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিচারক ছিলেন রনদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ আসাদুজ্জামন, বিশিষ্ট চিত্রশিল্পি গোলাম হোসেন ও শহীদনগর বাইতুল জান্নাত জামে মসজিদের ইমাম মাওলানা কবির হোসেন।
আমরা শহীদনগর বাসী’র আহ্বায়ক গোফরান মাহমুদ হৃদয়ের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমার শহীদনগর বাসী’র এর উপদেষ্টা সদস্য মোঃ মনির হোসেন, হানিফুল কবির । আরো উপস্থিত ছিলেন আমার শহীদনগর বাসী ও পঞ্চায়েত সদস্য আদর্শ স্কুলের সম্মানিত শিক্ষক মুসলিম উদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ এর ম্যানেজার আলমগীর হোসেন, সিটি লাইফ হাসপাতালের কর্ণধার কবির হোসেন ও তোফাজ্জল হোসেন দেওয়ান, নেসলে কোম্পানী নারায়ণগঞ্জের ডিস্ট্রিবিউটর ও খাজা ষ্টোরের কর্ণধার আহমাদুল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দিন বাবলু, চিলড্রেন গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক শাহালম, সমাজ সেবক আতাবর রহমান দেওয়ান, শফিক হোসেন দেওয়ান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
আয়োজিত এই সংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানের উদ্যোগতারা হলেন আমার শহীদনগর বাসী’র আহ্বায়ক জিএম হৃদয়, সাংবাদিক জুম্মন সোহেল, রিয়াদ, মাসুদ রানা, মোহাম্মদ সাগর, মোহাম্মদ সানি, হালিম হোসেন সিফাত, হাসিবুর রহমান জিসান, আলিফ, রুবেল, সজিব সহ ছাত্র-তরুণ সমাজ।
জিএম হৃদয় বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি বিনশ্রম শ্রদ্ধা জানিয়ে কোরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন সহ দিনব্যাপী এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নবীন প্রজন্মের কাছে বিজয়ের চেতনাকে আরো সমৃদ্ধ করা ও বিজয়ের আনন্দকে সবার সাথে ভাগাভাগি করা। এর মাধ্যমে আমরা শহীদনগরে মুক্তিযুদ্ধ ও বিপ্লবের চেতনায় তরুণ প্রজন্মসহ সকলকে ঐক্যবদ্ধ ভাবে সাথে নিয়ে দলমত নির্বিশেষে একটা সমাজ সুন্দর ও সুস্থ সমাজ গড়তে চাই। ভবিষ্যতে আরো সুন্দর ও ব্যাপক ভাবে নানান আয়োজনের মাধ্যেমে জাতীয় অনুষ্ঠান গুলো করতে চাই।
দিনব্যাপী এই আয়োজনে সন্ধ্যারপরে সকল বিভাগের বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।