1. [email protected] : admin :
  2. [email protected] : Narayanaganj Press : Narayanaganj Press
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

সীমান্ত হত্যার বিচারের দাবিতে শহরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৫ Time View
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ সিমান্ত হত্যার বিচারের দাবিতে শহরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের সামনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনটির আয়োজন করা হয়। 
 
সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জে ছিনতাই অপরাধ প্রবনতা বেড়েছে। আজ শহরবাসি নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলাবাহিনী এখনই কার্যকরি পদক্ষেপ না নিলে ওয়াজেদ সিমান্তর মত আরও মেধাবীর জীবন ঝড়ে যাবে। এসময় তারা ওয়াজেদ সীমান্ত হত্যার আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাসি কার্যকরের দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিহত শিক্ষার্থীর বাবা হাজী আলম পারভেজ, বোন প্রিয়া, হাজী শাহীন, মোয়াজ্জেম হোসেন পন্টি, ব্যাবসায়ী নেতা মো. সুজন আহমেদ, উল্লাস সংগঠনের সভাপতি জি এম কুদরত, প্রেরণা সংগঠনের সভাপতি রাকিব উল হাসান, উৎস সংগঠনের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, আইনজীবী নজিবুল্লাহ বিপু সহ প্রমুখ।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর ভোর সাড়ে ৫টায় দেওভোগের ভাষা সৈনিক মমতাজ বেগম সড়কের আলী আহাম্মদ চুনকা পাঠাগারের সামনে ছুরিকাঘাতে আহত হয় সীমান্ত। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা লুট করে পালিয়ে যায় ঘাতকরা। গুরুতর আহত অবস্থায় সীমান্তকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৪ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এইঘটনায় পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© ২০২৩ | সকল স্বত্ব  নারায়ণগঞ্জ প্রেস কর্তৃক সংরক্ষিত
Designed by RIAZUL