নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকের টাকা না পেয়ে শফিকুল ইসলাম (৪৫) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে ছেলে মো. রিফাত (১৮) পলাতক রয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
স্থানীয় সূত্রে জানা যায় জানায়, মো. রিফাত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে তাদের সংসারে বিভিন্ন সময়ে ঝগড়া বিবাদ লেগে থাকতো। রোববার দুপুরে বাবা শফিকুল ইসলামের কাছে রিফাত মাদক সেবনের জন্য দুই হাজার টাকা দাবি করেন। ওই টাকা নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ছেলেকে চর থাপ্পড় দেন শফিকুল। পরে তার ছেলে রিফাত উত্তেজিত হয়ে বাবাকে ছুরিকাঘাত করে জখম করে পালিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ বেসরকারী ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতের ভাতিজা ইয়ামিন সুজন বলেন, রিফাত এলাকার কিছু খারাপ ছেলেদের সাথে মিশে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে। রিফাত মাদকাসক্ত হয়ে পড়লে প্রায় সময় এ নিয়ে সংসারের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। আজ একইভাবে মাদকের টাকা না পেয়ে তার বাবাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।
বিষয়ে নিশ্চিত করে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম খান বলেন, ছেলে মাদকাসক্ত ছিল। সে মাদকের টাকা বাবার কাছে চেয়েছিল। সেই টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাত করে, এতে তার মৃত্যু হয়। ছেলেকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।