মেঘনা নদীতে জাহাজ শ্রমিকদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার করা না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এবং নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে শীতলক্ষ্যা নদীর সারুলিয়া ঘাট এলাকায় মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের আওতাধীন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন সারুলিয়া ঘাট শাখা।
মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু মহালের ইজারার নামে চলন্ত বাল্কহেডের গতিরোধ করে টোকেনের নামে চাঁদাবাজি সন্ত্রাস ডাকাতি ও শ্রমিক হয়রানি নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
সংগঠনের সারুলিয়া ঘাট শাখার সভাপতি মো. শামীমের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক হুমায়ন কবির পান্না, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, জহির, শাওন, মিজান, সাইফুল, সোহাগ, উপদেষ্টা রুবেল আহমেদ, মিরাজ, তুহিন প্রমুখ। মানববন্ধনে সন্ত্রাসী চাঁদাবাজদের হামলার শিকার শ্রমিকরাও নির্যাতনের চিত্র তুলে ধরে বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মেঘনা নদীর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জের গজারিয়া, ষাটনল, মোহনপুর, মতলব, কাচিকাটা, মরিচা লঞ্চঘাট, নরসিংদী, মহিষের চর, আড়াইহাজারসহ বেলতলী, দশানী, নরিয়াসহ বিভিন্ন স্থানে অবৈধ বালু মহাল রয়েছে। এসব অবৈধ বালু মহালের লোকজন চলন্ত বাল্কহেডের গতিরোধ করে টোকেনের নামে চাঁদাবাজি, সন্ত্রাস, শ্রমিক হয়রানি নির্যাতন করছে। চাঁদা না দিলে শ্রমিকদের মারধর করে নগদ টাকা ও মোবাইল লুটে নেওয়া হচ্ছে। প্রতিদিনই বাল্কহেড শ্রমিকরা নির্যাতনের শিকার হচ্ছে। নৌ-যান শ্রমিকরা অবৈধ বালু মহালের ইজারাদার ও তাদের পালিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ডাকাতদের কবল থেকে মুক্তি চায়। এসব সন্ত্রাসী, চাঁদাবাজ ও ডাকাতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের ঊর্ধ্বতনদের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।