নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি রিপন সরকার ও তার অনুসারীরা মিষ্টি বিতরণ করেছেন। মিষ্টি বিতরণের সময় এই নেতার পাশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেশ উৎফুল্ল দেখা গেছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জেরর মুক্তিনগর এলাকা শিমরাইল মোড়ে মিষ্টি বিতরণ করা হয়। মিষ্টি বিতরণের পাশাপাশি বিএনপির নেতাকর্মীলা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন ও সাধারণ মানুষকে খাইয়ে দেন।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী রিপন সরকার বলেন, ‘আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ছিলাম। গত ৫ আগস্টের পরও নির্যাতিত। আমাদের অনেক বিএনপি নেতাকর্মীকে ছাত্র আন্দোলনের মামলায় ফাঁসানো হয়েছে। আমরা জালিমের হাত থেকে মুক্তি পেয়েছি। আমরা নারায়ণগঞ্জে সুস্থ ধারার রাজনীতি চাই।’
তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর আমরা গডফাদার মুক্ত হতে চেয়েছি। কিন্তু আমরা উল্টো নির্যাতনের শিকার হয়েছি। ৫ আগস্টের পর থেকে স্ট্যান্ড দখল, গার্মেন্টের ঝুট নিয়ে মারামারি, ইপিজেডে দখল বাণিজ্য, বিএনপি নেতাকর্মীদের ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফাঁসানো, আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করেছে জেলা বিএনপির অনেক নেতা। এগুলো জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ও তার লোকজন এসব করেছে। এরুপ কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যেকারণে আমরা দলের হাইকমাণ্ডদের জানিয়েছি। এসব বিষয় বিবেচনা করে আজ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ সংবাদে খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছি।
প্রসঙ্গত, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ আগস্ট পট-পরিবর্তনের পর জেলার বিভিন্ন নেতাকর্মীর নামে চাঁদাবাজি, দলখবাজি এবং টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধীদের আশ্রয় ও রক্ষা করার অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এর আগে, গত বছরের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য মো. গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।