ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি ফয়জুল করীম বলেন, দেশের প্রকৃত উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংখ্যানুপাতিক নির্বাচনী পদ্ধতি অত্যন্ত জরুরি। এটি বৈষম্য দূর করে একটি শক্তিশালী নেতৃত্ব গঠনের ভিত্তি তৈরি করবে ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফতুল্লার ভূঁইগড়ে নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম আরও বলেন, গত ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলন আমাদের নতুন একটি বাংলাদেশ দেখার স্বপ্ন দেখিয়েছে। কিন্তু তা এখনো মানুষের মনের মতো হয়ে ওঠেনি। দেশের তৃণমূল পর্যায়ে ন্যায়ের ভিত্তি প্রতিষ্ঠা করতে হলে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আর সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে নির্বাচনে সমতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব।
তিনি বলেন, আমরা যদি ন্যায়ের ভিত্তিতে একটি শক্তিশালী সমাজ গঠন করতে চাই, তাহলে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ইসলামী চেতনা ও ঐক্যের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক দেশ গড়া সম্ভব।
ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান বলেন, জুলাই বিপ্লবে ইসলামী ছাত্র আন্দোলন সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে। আমাদের আন্দোলনে অনেক সদস্য শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন। এই ত্যাগ আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রতিটি কর্মী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা সভাপতি আশরাফ আলী ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহাগ হোসাইন।